বাংলাহান্ট ডেস্ক: এবার চিনকে টেক্কা দিতে চলেছে ভারত (China-India)। এতদিন পর্যন্ত ড্রাগনরা যেখানে যেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল, নয়া দিল্লি এখন সরাসরি সেইসব এলাকাকেই নজরে রাখছে। এককথায় বলা যায় ‘বেজিংয়ের প্রভাববলয়ে’ ঢোকার জন্য এক্কেবারে রেডি ভারত। জানা গিয়েছে, আফ্রিকা মহাদেশের দশটি রাষ্ট্রের সঙ্গে নৌ যুদ্ধের মহড়ায় অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় নৌসেনা।
চিনকে টেক্কা দিতে রেডি ভারত (China-India)
এই নৌ যুদ্ধের মহড়া আয়োজিত হতে চলেছে ভারত মহাসাগরে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা এপ্রিলের শুরুর দিকে। উল্লেখ্য, চিন (China) বেশ কয়েক বছর ধরে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে চলেছে আফ্রিকার (Africa) দেশগুলিতে। আফ্রিকার বেশ কিছু দেশের খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে চিনের সঙ্গে।
আরও পড়ুন : বৈশাখের আগেই পুড়ছে বাংলা! এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস! কোন কোন জেলা ভিজবে?
বিগত কয়েক বছর ধরে অর্থনৈতিক দিক থেকে তো বটেই, এমনকি বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রেও আফ্রিকার বেশ কিছু দেশকে সহায়তা করে চলেছে চিন। এমনকি সামরিক ক্ষেত্রেও চিনের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ওই দেশগুলির। চিনের এই প্রভাব বৃদ্ধির প্রতিযোগিতায় ভারত (China-India) পিছিয়ে পড়েছিল ঠিকই। তার পাশাপাশি পিছিয়ে পড়েছিল আমেরিকাও।
আরও পড়ুন : আবাসের টাকা নিয়ে কী চলছে? সামনে এল চাঞ্চল্যকর তথ্য! মাথায় হাত নবান্নের
এবার আয়োজিত হতে চলেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের ১০ টি দেশকে নিয়ে ভারতের (India) নৌ মহড়া। তাই স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়বে চিনের, মনে করছেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতীয় নৌসেনা এবং তাঞ্জানিয়ার “পিপল ডিফেন্স ফোর্স” যৌথভাবে এপ্রিলের মাঝামাঝি সময় ‘আইকেম’ নামের ওই নৌমহড়ার আয়োজন করবে ভারত মহাসাগরে।
তানজানিয়ার ডার-এস-সালামে আয়োজন করা হবে উদ্বোধন কর্মসূচি। বাণিজ্যিক জাহাজের সুরক্ষা এবং জলদস্যুর মোকাবিলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব পাবে নৌযুদ্ধ। এই মহড়ায় অংশগ্রহণ করবে কোমোরোস, জিবুতি, ইরিত্রিয়া, কেনিয়া, মাদাগাস্কার, মরিশাস, মোজাম্বিক, সেশেলস এবং দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আবার জিবুতিতে নৌঘাঁটি নির্মাণ করতে শুরু করেছে চিন।