বাংলাহান্ট ডেস্ক : অক্টোবর মানেই উৎসবের মাস। দুর্গা পুজো, কালীপুজো, ভাইফোঁটা, একে একে অপেক্ষা করে রয়েছে বিভিন্ন উৎসব। এই সময়টাতে অনেকেই নতুন জিনিসপত্র কেনাকাটা করে থাকেন। ই-কমার্স সংস্থাগুলি এই উৎসবের মরশুমে আকর্ষণীয় ছাড়ও দিয়ে থাকে। এই আবহে আপনিও কি নতুন ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছেন?
আপনি যদি সস্তায় নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে নতুন করে ইলেকট্রনিক্স পণ্য কেনা বিলাসিতাই বলা যেতে পারে। তাই দরকার ছাড়া খুব একটা লোকজন বিলাসবহুল জিনিস কেনার দিকে ঝুঁকছেন না। তবে এমন অবস্থায় প্রাইম বুক নিয়ে এসেছে আকর্ষণীয় সস্তার ল্যাপটপ।
আরোও পড়ুন : প্রথম থিমের জন্ম কুমোরটুলিতেই! সুভাষচন্দ্রের সভাপতিত্বে গড়ে ওঠা সেই পুজোর ইতিহাস জানেন ?
প্রাইম বুক সবাইকে চমকে দিয়ে আকর্ষণীয় দামে লঞ্চ করেছে ল্যাপটপ। ১২,৯৯০ টাকা থেকে দাম শুরু এই ল্যাপটপের। কিছুদিন আগেই মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওর পক্ষ থেকে ল্যাপটপ লঞ্চ করা হয়। সেই জিও ল্যাপটপের দাম ছিল ১৬,৪৯৯ টাকা। সেই সময় জিও দাবি করে যে এটিই হল দেশের সবথেকে সস্তা ল্যাপটপ। কিন্তু আম্বানিকে টেক্কা দিতে এবার যুদ্ধক্ষেত্রে নামল প্রাইম বুক।
আরোও পড়ুন : বকেয়া DA’র দাবিতে কাজ বন্ধ! এবার কী তাহলে বেতন কাটা যাবে সরকারি কর্মচারীদের?
প্রাইম বুকের এই ল্যাপটপটিতে ফোরজি কানেক্টিভিটি রয়েছে। আপনারা এই ল্যাপটপে ফোরজি সিম ব্যবহার করতে পারবেন। ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে এই ল্যাপটপে। এছাড়াও এই ল্যাপটপে রয়েছে ওয়াইফাই কানেক্টিভিটি। সাধারণ প্রাইমবুক ল্যাপটপের দাম ১২,৯৯০ টাকা ও আপডেটেড প্রাইমবুক ল্যাপটপের দাম ১৪,৯৯০ টাকা।
১১.৬ ইঞ্চি HD Screen ও ভিডিও কলিং এর জন্য রয়েছে দুই মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। তবে এই ল্যাপটপটি উইন্ডোজ নয়, পরিচালিত হয় প্রাইম ওএস দ্বারা। প্রাইম ওএস একটি অ্যান্ড্রয়েড সিস্টেম। অর্থাৎ এই ল্যাপটপটি অ্যান্ড্রয়েড ভার্সনের। নির্দিষ্ট অ্যাপ স্টোর থেকে এখানে আপনারা প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করতে পারবেন। সাধারণ কাজ ও পড়ুয়াদের জন্য এই ল্যাপটপটি একটি আদর্শ বিকল্প হতে পারে।