বাংলাহান্ট ডেস্ক : তীব্র গরমে পুড়ছে গোটা দেশ। বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা গরমে দুর্বিষহ। দক্ষিণবঙ্গ ও পশ্চিমের একাধিক জেলায় বইছে লু। কিছু কিছু জেলার তাপমাত্রা পৌঁছে গেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় ক্রমাগত বাড়ছে এসির চাহিদা। একটা সময় ছিল যখন উচ্চবিত্ত শ্রেণীর মানুষের ঘরে এয়ার কন্ডিশনারের (Air Conditioner) দেখা মিলত।
তবে এখন বদলেছে পরিস্থিতি। বহু মধ্যবিত্তর ঘরেই অন্তত একটি করে এসি রয়েছে। এই অবস্থায় ক্রমাগত বাড়ছে বিদ্যুতের চাহিদা। প্রচন্ড গরমে কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন, এবার সেই উপায় জানালেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অতীতে একাধিকবার বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরোও পড়ুন : দুর্দান্ত সুযোগ! দিতে হবে না পরীক্ষা, কর্মী নিয়োগ করছে SBI; দেখুন কীভাবে আবেদন করবেন
খেলাধুলা থেকে শুরু করে স্বাস্থ্য, একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী মাঝেমধ্যে বিভিন্ন জনসভায় পরামর্শ দিয়ে থাকেন। যদিও বিরোধীরা এটিকে নিয়ে অনেক সময় রঙ্গ তামাশাও করেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সবকে পাত্তা দেন না। নির্বাচনী প্রচারসভা থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “অনেকে ১৭-তে চালিয়ে দেয় এয়ার কন্ডিশনার মেশিনটা, দার্জিলিংয়ে থাকবে বলে।”
আরোও পড়ুন : আর মাত্র কদিন! ব্যাঙ্ক থেকে শুরু করে রান্নার গ্যাস, আসছে নয়া নিয়ম; মাথায় রাখুন কয়েকটি বিষয়
এরপর তাঁর সংযোজন, “আমি এতো এসি ইউজ করি না। যে ঘরে আমি থাকি সেখানে আমি এসি ইউজ করি না। আর বাইরে থাকলেও সাতাশের নিচে চালাই না।” মমতা (Mamata Banerjee) বলেন, “যত্রতত্র বিদ্যুৎ, জলের অপচয় করবেন না। মনে রাখবেন, বিদ্যুৎ-জল অপচয় করতে থাকলে সঞ্চিত ভাণ্ডার একদিন শেষ হয়ে যাবে।”
এছাড়াও মুখ্যমন্ত্রী দাবি করেন যে গবেষকরাও ২৭এর নিচে এসি চালাতে বারন করেন। গত তিন সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রী বাড়ি ফেরেননি। এই গরমের মধ্যে চালিয়ে যাচ্ছেন প্রচার। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “৩১ মার্চ থেকে আমি বাড়ি ছাড়া। দুবার শুধু গিয়েছিলাম। বাড়ি সঙ্গে এখন কার্যত আমার কোনও সম্পর্ক নেই আমার।”