বাংলাহান্ট ডেস্ক : এবার এআইকে ব্যবহার করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)। সীমান্ত নিরাপত্তা হোক কিংবা ভারত-পাকিস্তান সীমান্তের পাহাড়া, এবার ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) জন্য দুর্দান্ত কাজ করবে এআই প্রযুক্তি। শুধু কি তাই? এআইকে (Artificial Intelligence) ব্যবহার করা হবে, চিন-ভারত সীমান্তের নিরাপত্তার কাজে।
ভারতীয় সেনার (Indian Army) নয়া পদক্ষেপ
ভারতীয় সেনাবাহিনীর এই দুর্দান্ত পদক্ষেপ শান্তি ভঙ্গকারী দেশগুলিকে যথেষ্ট বড় ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দেশের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে অনেকদিন আগেই। সাইবার নিরাপত্তার পাশাপাশি এবার সারাদেশে নিরাপত্তার কাজে দেশের সীমান্তবর্তী এলাকা গুলিকে পাহারা দেওয়ার কাজে নিযুক্ত হচ্ছে এআই প্রযুক্তি।
আরোও পড়ুন : মিলেছে মাত্র ৪% DA! এবার সুপ্রিম কোর্টে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের, ঘুরবে মোড়?
কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দেশের সীমান্তকে ঠিক কিভাবে পাহারা দেবে এআই প্রযুক্তি (AI)? সূত্রের খবর, সীমান্ত রক্ষায় যে ড্রোনগুলি ব্যবহার করা হয় সেই ড্রোনগুলিকেই পরিচালনা করবে এআই। শুধু তাই নয় ডিজিটাল ভাবে যদি কেউ সুরক্ষা ব্যবস্থাকে হ্যাক করতে চায় তাকে উপযুক্ত জবাব দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেশের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ২০২৫ সালকে দেশে নিরাপত্তা দিক থেকে একটি বিশেষ বছর হিসেবে প্রমাণ করা হবে।
আরোও পড়ুন : পরতে পরতে নস্টালজিয়া, গায়ক বাবুলের কামব্যাকে আবেগে ভাসলেন শ্রোতারা, রিলিজেই সুপারহিট ‘শুধু তোমারই জন্য’
আর ঠিক সেই কারণেই ভারতে (India) নিরাপত্তার সাথে পুরো নিরাপত্তা ব্যবস্থায় এআই প্রযুক্তিকে ব্যবহার করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার যদি সেখান দিয়ে ভারতের শত্রুরা, ভারতের উপর আক্রমণ চালাতে চেষ্টা করে তাহলে, যেকোনো ধরনের সাইবার হানা কিংবা সীমান্ত সুরক্ষা নিয়ে তৈরি করা প্রতিপক্ষের ডিজিটাল এরেস্টকে নষ্ট করে দিতে সক্ষম হবে ভারত।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহযোগিতায় বিশেষভাবে শক্তিশালী করে তোলা হবে ভারতের সীমান্ত রক্ষা ব্যবস্থাকে। কোন দিক থেকেই আপোষ করা হবে না এই বিষয়ে। আগামী দিনের সাইবার হামলা নিয়ে যুদ্ধ শুরু হলে সেখানেও যথেষ্ট এগিয়ে থাকবে ভারত। ভারতের প্রতিবেশী দেশগুলি যেভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে সেক্ষেত্রে সীমান্তের দিক দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে ভারত।