বাংলা হান্ট ডেস্ক :এক প্রশিক্ষণ রত কাশ্মিরী চিকিত্ককে ডেকে ব্ল্যাকমেইল করে নগদ দশ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করে পুলিশের জালে চার অভিযুক্ত। সোমবার ঘটনাটি ঘটেছে শহর কলকাতার বুকে। ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। সোমবার কলকাতা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ওই প্রশিক্ষণরত চিকিত্সকের ফোনে হঠাত্ এক মহিলার ফোন আসে। তাঁর প্রচন্ড বুকে ব্য়াথা করছে বলে জানান ওই মহিলা।
একইসঙ্গে তাঁকে শীঘ্রই তাঁর বাড়িতে চিক্তিসার জন্য ডেকে পাঠান। তারপর মহিলার বাড়ির ঠিকানা নিয়ে দমদমে তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হন ওই প্রশিক্ষণ রত চিকিত্সক। এরপর মহিলার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর প্রেসক্রিপশন লিখতে শুরু করলে অমনি পিছন থেকে মহিলা ওই চিকিত্সকে জড়িয়ে ধরেন। এরপর সেই সুযোগে বাকি তিনজন ঘরে ঢুকে চিকিত্সককে পোশাক খুলতে বাধ্য করেন।
পরে মহিলার সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলেন তাঁরা। এরপর শুরু হয় ব্ল্যাক মেইল করা। দশ লক্ষ টাকার দাবি তোলে ওই চার অভিযুক্ত। এমনকি টাকা না দিলে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দওয়ার হুমকিও দেওয়া হয়। এরপর ওই অভিযুক্তেরা চিকিত্সকের সঙ্গে তাঁর বাড়িতে আসে। এবাং দুজনের হাতে চিকিত্সক পাঁচ লক্ষ পনের হাজার টাকা দেন। এবং পাঁচ লক্ষ টাকা মূল্যের গহনাও নিয়ে যায় অভিযুক্ত দুইজন।
পরে থানার দ্বারস্থহন ওই চিকিত্সক। ওই চিকিত্সকের পাওয়া অভিযোগের ভিত্তিতে আটক করা হয় দুজনকে। এরপর মহিলা সহ আরও একজন থানায় আত্মসমর্পন করেন। ইতিমধ্যেই তাঁদের জামিন দেওয়া হয়েছে। ঘটনার জোর তদন্ত চালাচ্ছে পুলিশ।