হয়ে গেল বড়সড় ঘোষণা, এবার অন্য রাস্তা দিয়েও যাওয়া যাবে দার্জিলিং! বাড়বে পর্যটকদের সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : দার্জিলিংয়ে (Darjeeling) ঢোকার জন্য বিকল্প নতুন রাস্তা তৈরি করা হবে। সোমবার ‘এভারেস্ট ডে’র অনুষ্ঠান মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন জিটিএ। জানা গিয়েছে বিকল্প এই রাস্তা তৈরি করতে খরচ হবে প্রায় ১১ কোটি টাকা। জিটিএ-র চিফ এগজ়িকিউটিভ অনীত থাপা সোমবার বলেন শৈল শহরে প্রবেশের ১৩ কিমি দীর্ঘ এই রাস্তাটির কাজ দ্রুত শুরু হবে।

তিনি আরো বলেন, দার্জিলিং শহরে যানজট কমাতে ও পর্যটকদের সুবিধার জন্যই এই বিকল্প রাস্তাটি নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দার্জিলিংয়ের ঘিঞ্জি রূপ বদলানোর। তৈরি হবে নতুন দার্জিলিং। আলোচনা চলছে সান্দাকফু এলাকায় পরিকাঠামো বৃদ্ধির ব্যাপারে।

সেই সাথে ভাবনা-চিন্তা শুরু হয়েছে দার্জিলিং শহরকে নিয়েও। অন্যদিকে কেন্দ্রীয় সরকার সমতল থেকে দার্জিলিংয়ে যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কে রেল লাইনের অংশ ও রাস্তা একত্রিত করার ভাবনা চালাচ্ছে। সেই সময় জিটিএ বিকল্প পথ হিসেবে ঘুম লাগোয়া তিন মাইল এলাকা থেকে লেবং দিয়ে দার্জিলিং যাওয়ার নতুন রাস্তা তৈরির ঘোষণা করল।

জিটিএ প্রধান অনীত থাপা জানিয়েছেন, “নতুনভাবে সাজানো হচ্ছে দার্জিলিংকে। যানজটের সমস্যা দার্জিলিঙে প্রবল। নতুন রাস্তা সেই যানজট কমাতে কার্যকর হবে।” দার্জিলিং এ যাতায়াতের তিনটি রাস্তা হল শিলিগুড়ি থেকে রোহিণী রোড, পাঙ্খাবাড়ি রোড এবং ৫৫ নম্বর জাতীয় সড়ক। কার্শিয়াং এর বিভিন্ন প্রান্তে এই রাস্তাগুলি মেলে। সেখান থেকে দার্জিলিং পৌঁছাতে হয় একটি জাতীয় সড়ক ধরে।

1510822229 1510819081 batasia loop 4 toy train darjeeling the azure sky follows tania mukherjee

কিন্তু কার্শিয়াং থেকে রাস্তা সংকীর্ণ। এরফলে প্রবল যানজটের সৃষ্টি হয় কার্শিয়াং, ঘুম বা বাতাসিয়ায়। পর্যটন সংগঠনের কর্তা সম্রাট সান্যাল বলেছেন, “ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে দার্জিলিং। পুরনো দার্জিলিং এ নতুন রাস্তা, পার্কিং ব্যবস্থার প্রয়োজন। চওড়া হওয়া দরকার রাস্তার। জিটিএ-এর নতুন রাস্তার পরিকল্পনায় সমস্যা কিছুটা হলেও কমবে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর