মন্ত্রী কন্যাকে সরিয়ে পান চাকরি, এবার নতুন সমস্যার সম্মুখীন ববিতা সরকার! যেতে পারেন আদালতে

বাংলাহান্ট ডেস্ক : আইনের প্রতি আস্থা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই, এই দুই শক্তি জীবন পাল্টে দিয়েছিল ববিতা সরকারের। সুপরিকল্পনামাফিক লড়াই করলে যে জয় পাওয়া যায় সেই কথা প্রমাণ করেছিলেন তিনি। দুর্নীতি নয়, নিজের প্রতিভার জোরে ছিনিয়ে নিয়েছিলেন শিক্ষিকার চাকরি। স্কুল সার্ভিস কমিশন আন্দোলনের অন্যতম মুখ কোচবিহারের বাসিন্দা ববিতা সরকার এবার নতুন সমস্যায়।

ববিতা সরকার বর্তমানে মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। বেআইনিভাবে পাওয়া মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীরর এই পদ ববিতা আইনের মাধ্যমে লাভ করেছেন। কর্মসূত্রে তাকে থাকতে হচ্ছে মেখলিগঞ্জে। এর ফলেই তৈরি হয়েছে নতুন সমস্যা। ববিতা দেবীর অভিযোগ, এই এলাকায় কোনও বাড়ি মালিক তাঁকে বাড়ি ভাড়া দিতে চাইছেন না।

জানা গিয়েছে, একটি বাড়ি পছন্দ হওয়ায় প্রাথমিকভাবে বাড়ির মালিক ভাড়ার জন্য রাজি হয়েছিলেন। কিন্তু ববিতার অভিযোগ, “প্রথমে বাড়ির মালিক ভাড়া দিতে রাজি হয়েছিলেন। এরপর যেদিন অ্যাডভান্স এর টাকা দিতে গেলাম সেদিন তিনি বেঁকে বসেন। আমায় সাফ জানিয়ে দেন, সমস্যা আছে। তাই বাড়ি ভাড়া দেওয়া যাবে না। আমার মনে হয় শাসকদল বাড়ির মালিকের উপর চাপ সৃষ্টি করেছে। তাই তিনি বাড়ি ভাড়া দিতে চাননি।”

এরপর ব্যক্তিগত সূত্র মারফত ববিতা সরকার অন্য একটি বাড়ি ভাড়া নেন। তবুও তিনি আতঙ্কিত। ব্যবসার কাজের জন্য ববিতা দেবীর স্বামী প্রায়ই বাইরে থাকেন। তাই তাঁকে ছেলেমেয়েকে নিয়ে একাই থাকতে হয় বাড়িতে। এরকম অবস্থায় রীতিমত নিরাপত্তাহীনতায় ভুগছেন ববিতা সরকার। সেই জন্য তিনি ফের একবার হাইকোর্টের দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন।

babita

বলা বাহুল্য, শিক্ষার চাকরি পেয়ে তাঁর অনিশ্চিত জীবনে এসেছে আশার আলো। কিন্তু বাসস্থানের চিন্তা তাঁকে নতুন সমস্যায় ফেলেছে। ববিতার বাড়ি ভাড়া পেতে সমস্যা হচ্ছে মেখলিগঞ্জ এলাকায়। আপাত ভাবে বাড়ির সমস্যা মিটলেও নিরাপত্তা সমস্যার জন্য তিনি ফের হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। এই বিষয়ে কুণাল ঘোষ জানিয়েছেন, “আমি স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব যাতে তাঁরা বিষয়টি দেখেন। বিষয়টির যাতে সমাধান হয় সেই বিষয়টি খতিয়ে দেখতে বলবো।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর