এবার সহজেই শনাক্ত হবে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ! অভিনব উদ্যোগ পুলিশের, ব্যাপারটা কী?

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন দুর্ঘটনা ও অন্যান্য কারণে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ। তদন্তকারীরা অনেক সময় তাদের পরিচয় খুঁজতে গিয়ে হিমশিম খান। অপরদিকে পরিবারের লোকেরাও থাকেন চিন্তায়। এই সমস্যা সমাধানের জন্য এবার চালু হল নয়া অ্যাপ (Application)। সূত্রের খবর, একটি অ্যাপ তৈরি করা হয়েছে সিআইডির (Crime Investigation Department) তত্ত্বাবধানে।

অজ্ঞাতপরিচয় দেহ শনাক্তকরণে নয়া অ্যাপ (Application) পুলিশের

এই অ্যাপ (Application) ব্যবহারের জন্য প্রতিটি থানার জন্য একটি করে ট্যাব বরাদ্দ করা হয়েছে। জানা গেছে, কোথাও যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর (Death) ঘটনা ঘটে তাহলে তাহলে থানার পক্ষ থেকে মৃতের ছবি, ঘটনাস্থল-সহ যাবতীয় তথ্য এই অ্যাপে আপলোড করা হবে। ছবিসহ সমস্ত তথ্য দেখতে পারবেন সাধারণ মানুষও। তাই যে পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন তারা সহজেই এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন যাবতীয় তথ্য।

   

আরোও পড়ুন : ১-২ দিন নয়, অগাস্টে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা

এই বিষয়টি নিয়ে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, যে পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন সেই পরিবারের লোকেরা এই অ্যাপের (Application) মাধ্যমে দেখে নিতে পারবেন অজ্ঞাত পরিচয়ের দেহগুলির ছবি। এর ফলে সহজেই পরিবারের লোকেরা চিহ্নিত করতে পারবেন যে সেই দেহগুলির মধ্যে তাদের পরিবারের সদস্য রয়েছেন কিনা। এর ফলে প্রশাসন ও সাধারণ মানুষ, দুই পক্ষেরই সুবিধা হবে।

WhatsApp Image 2024 07 31 at 10.29.49 AM

কিন্তু এই ধরনের অ্যাপ (Application) তৈরির পরিকল্পনা কীভাবে এল? পুলিশ সূত্রে খবর, এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে বাগুইআটির দুই মৃত কিশোর। এই দুই কিশোর নিখোঁজ হওয়ার পর তাদের দেহ মেলে দুটি ভিন্ন জায়গা থেকে। পরিবার নিখোঁজ হওয়ার ১০ দিন পর শনাক্ত করতে সক্ষম হয় দেহ। এই ধরনের ঘটনা এড়ানোর জন্যই বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর