শরীর সুস্থ রাখতে রোজ খান গাজর উপকারিতা

গাঁজর শরীরের জন্য কতটা উপকারি নতুন করে তা নতুন করে বলার দরকার নেই ।  গাজর দিয়ে নানা তরকারি এবং হালুয়া বানানো হয় ।গাজরে  জলের পরিমাণ থাকে ৮৮ শতাংশ, প্রোটিন ০.৯ গ্রাম, কার্বোহাইড্রেট ৯.৬ গ্রাম,  সুগার ৪.৭ গ্রাম,ফাইবার ২.৮ গ্রাম এবং ফ্য়াট থাকে ০.২ গ্রাম থাকে। ।ছোট থেকে মাঝারি মাপের গাঁজর, যার মোট ওজন ১০০ গ্রামের মতো হবে, তার থেকে পাওয়া যায়. ৪১ ক্যালোরি। গাঁজরে জল ও কার্বোহাইড্রেট,  আর এই কার্বোহাইড্রেটে স্টার্চ, সুক্রোজ ও গ্লুকোজ জাতীয় সুগার  থাকে।  তা শরীরের জন্য উপকারি ।

গ্লাইসেমিক ইনডেক্সও কম হোয়ায় ডায়াবেটিক রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন গাঁজর। যা সুগার ও স্টার্চজাতীয় খাবার ধীর গতিতে হজম করিয়ে ব্লাড সুগার কমাতে সাহাজ্য  করে।গাজরের রস  শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিড্যান্ট দুটোই প্রচুর পরিমাণে রয়েছে এতে।

Carrot Juice Celery Spinach Vegetables Wallpaper
এই রস খেলে চোখ ভাল থাকে। শুধু তাই নয়, ত্বকের পক্ষেও দারুণ ভাল। এক গেলাস গাজরের রস কপালের বলিরেখা ও বয়সের অন্যান্য লক্ষণের সঙ্গে লড়াইয়ে সাহায্য করে। তা ছাড়া গাজর মেটাবলিজম বাড়ানোয় সাহায্য করে, শরীর ডিটক্সিফাই করে। ফলে নিয়মিত এই রস খেলে ওজনও কমবে আপনার।গাঁজরে থাকে পেকটিনজাতীয় সলিউবেল ফাইবার।  আর এই ফাইবারের মধ্যে সেলুলোজ, হেমি সেলিলোজ ও লিগনিন থাকে। কোষ্ঠকাঠিন্য় কমাতে সাহাজ্য করে এই ফাইবার।

ভিটামিন ও মিনারেলের উৎস এই গাঁজর এই পরিমাণে বিটা ক্যারোরোটিন থাকে, যা ভিটামিন-এ নামে পরিচিত।শরীরের জন্য গাজর কত উপকারি তা একবার বলা যেতে পারে  চোখের দৃষ্টি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শরীরের বাড়বৃদ্ধির জন্য় খুব জরুরি এই গাঁজর।  আবার এই গাঁজরে থাকা বায়োটিন ফ্যাট  ও প্রোটিন পরিপাক করতে সাহায্য় করে।গাঁজরে ফ্য়াট ও প্রোটিন পরিপাক করতে  সহায়তা করে বলে তা আমাদের জন্য কি উপকারি।

 

সম্পর্কিত খবর