বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে মেনে চলুন বাস্তুর এই নিয়ম গুলি

বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক  বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে  এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া  সম্ভব। এর আগে আমরা আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে কিভাবে সুখ ও সমৃদ্ধিতে পরিবার ভরিয়ে তুলতে পারেন তার কথা বলেছি। এবার জেনে নিন বাড়িতে বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে কি কি করবেন না

images 7 4

  • কোনও দুঃখের ছবি অথবা হিংসা, খুনোখুনি বা কোনও পশু আরেক প্রাণীকে খাচ্ছে, এমন ছবি বাড়িতে রাখলে অজান্তেই খারাপ শক্তির প্রভাব বাড়তে শুরু করে
  • নটরাজের মূর্তি রাখা একেবারেই উচিত নয় ঘরে, কারন নটরাজ শিবের তাণ্ডব রূপ। ঘর সাজাতে ব্যবহার করবেন না কাঁটা যুক্ত গাছও।  এই কাজ মানসিক শান্তির ক্ষেত্রে প্রধান অন্তরায়।
  • বাড়িতে মাকড়সার জাল তৈরি হতে দেবেন না, অর্থনৈতিক ঝামেলায় পড়তে হতে পারে। একই সাথে ধুলো জমতে দেবেননা আসবাবেও। রাখবেন না নষ্ট হয়ে যাওয়া ইলেক্ট্রনিক্স এর জিনিসও। রাখবেন না ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া মানিব্যাগ ও।
  • বাড়ির প্রধান দরজার সরাসরি রাখবেন না কোনো আয়না, এত আপনার বাড়িতে আসা পজিটিভ এনার্জি প্রতিফলিত হয়ে বাইরে চলে যাবে। ঘরে নেগেটিভ এনার্জির পরিমান বাড়বে।
  • রান্নাঘর বা ঠাকুর ঘর কখনোই বাড়ির সিঁড়ি নীচে রাখবেন না

 

সম্পর্কিত খবর