প্রেমিকাকে বিয়ে করতে ATM থেকে ২০ লাখ চুরি, টাকা নিয়ে পালালেন খোদ এটিএমের রক্ষী

বাংলা হান্ট ডেস্ক: বিয়ে করবেন প্রেমিকাকে। সেই উদ্দেশ্যে এক যুবক এটিএম থেকে চুরি করলেন ২০ লক্ষ টাকা। অন্য চোর নয়, যে এটিএম থেকে টাকা চুরি করা হয়েছে সেই এটিএমের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই যুবক। পুলিশ সূত্রের খবর, এই যুবকের নাম দীপঙ্কর নমসুদ্র। ২৩ বছর বয়সী দীপঙ্কর কর্মসূত্রে থাকতেন বেঙ্গালুরুতে।

পুলিশের পক্ষ থেকে জানা গেছে, দীপঙ্কর নমসুদ্র প্রায় মাস ছয়েক আগে বেঙ্গালুরুর এই এটিএমেএ নিরাপত্তারক্ষী হিসেবে যোগ দিয়েছিলেন কাজে। এই এটিএম-এ যে কর্মী নিয়মিত টাকা ভর্তি করতে আসতেন তার সাথে দীপঙ্কর বন্ধুত্ব স্থাপন করেছিলেন। ওই কর্মীর ডাইরিতে লেখা ছিল এটিএম মেশিন খোলার পাসওয়ার্ড। দীপঙ্কর সুযোগ বুঝে সেই পাসওয়ার্ডটি দেখে নেন। এরপর গত ১৭ ই নভেম্বর সন্ধ্যার সময় দীপঙ্কর এটিএম মেশিন থেকে ২০ লক্ষ টাকা চুরি করে চম্পট দেন।

এরপর এটিএমটি যে শাখার অন্তর্গত সেই শাখার ম্যানেজার দীপঙ্করের বিরুদ্ধে অভিযোগ জানান স্থানীয় থানায়। ম্যানেজার অভিযোগ করেছেন, তাদের এটিএমএর কর্মী দীপঙ্কর ১৭ই নভেম্বর সন্ধ্যা ৭:৫০ থেকে ৮:২০ মিনিটের মধ্যে ১৯ লক্ষ ৯৬ হাজার ৬০০ টাকা চুরি করে পালিয়ে গেছে। এরপর সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে যে দীপঙ্কর এটিএম এর মধ্যে পোষাকও বদল করেছিলেন। এছাড়াও দেখা যায় দীপঙ্কর সিসিটিভি ক্যামেরাটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

atm 2

দীপঙ্করের বাড়ি অসমে। পুলিশ তাকে সেখান থেকেই গ্রেফতার করেছে। তদন্তে জানা গিয়েছে, চুরি করা ২০ লক্ষ টাকার মধ্যে দীপঙ্কর ৫ লক্ষ টাকা বন্ধুদের সাথে ফুর্তি করে উড়িয়ে দিয়েছেন। ১৪ লক্ষ ২ হাজার টাকা এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পেরেছে দীপঙ্করের কাছ থেকে। পুলিশ জানতে পেরেছে, নিজের প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যেই দীপঙ্কর এতগুলো টাকা চুরি করেছে। চুরি করা টাকায় দীপঙ্কর বাড়ি ও হোটেল তৈরির পরিকল্পনা করেছিল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর