fbpx
টাইমলাইনলাইফস্টাইল

করোনা রুখতে নিজের বাড়িতেই তৈরী করুন পছন্দসই মাস্ক

বাংলাহান্ট ডেস্ক : করোনা (corona) থেকে মুক্তি পেতে এখন সবার ভরসা স্যানিটাইজার আর মাস্ক। মাথায় রাখতে হবে এই মাস্ক আর স্যানিটাইজার এখন আমাদের রক্ষা কবচ। তাই এই সময় অনেকেই মাস্ক ব্যবহার করলেও নিজেদের ফ্যাশন নষ্ট হওয়ার ভয়ে অনেকে মাস্ক ব্যবহার করে না। কিন্তু এই পরিস্থিতিতে ঘরে বসে নিজের মতন করেই মাস্ক তৈরী করা যেতেই পারে। ঘরে থাকা কাপড় কেটে সেলাই করে সেই কাপড়ে রঙ করে সুন্দর করে পছন্দসই মাস্ক ব্যবহার করতে পারেন।

ঘরেই তৈরী করুন মাস্ক 

আর প্রয়োজনে তা ধুয়ে সাফ করতে পারবেন আর পুরোনো হলেও আবার বানাতে পারবেন।কোরোনার প্রকোপে এখন দিনরাত সবাই গৃহ বন্দী।চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। তাই ঘরে বসে নিজের পছন্দ মতন মাস্ক বানিয়ে নিজেকে সুরক্ষিত রাখুন।

Back to top button
Close
Close