বাংলা হান্ট ডেস্ক : চুরি-বিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা, ছোটবেলা থেকেই এই প্রবাদ বাক্যটি আমাদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছিল, আর হবে নাই বা কেন স্কুল কলেজে শিক্ষকরা তো পড়াতে পড়াতেই এই প্রবাদ বাক্যটি বারবার মুখে আওড়াতে থাকেন। তাতেও যদিও টুকলি প্রিয় পড়ুয়াদের কিছুই আসে যায় না, পরীক্ষার হলে দেদার টুকলি করতে মশগুল থাকেন তাঁরা। তবে এবার সেই টুকলি রুখতে অভিনব পদক্ষেপ নিল কর্নাটকের ভাগত পিইউ কলেজ, তাই টুকলি রুখতে মোক্ষম দাওয়াই হিসেবে পড়ুয়াদের মাথা ঢেকে দেওয়া হলেও কাগজের বাক্সে। যাতে এক দিকে টুকলি তো রোধ করা যাবে অন্য দিকে ঘাড় ঘুরিয়ে যাতে পড়ুয়ারা পাশের জোরেই খাতা দেখেন না দেেখতে পারে তার ব্যবস্থা নেওয়া হল।
তবে কলেজ কর্তৃপক্ষের এই নির্দেশ উপেক্ষা না করতে পারলেও এই অভিনব ব্যবস্থায় পরীক্ষার হলে হাসির রোল উঠল ছাত্রছাত্রীদের মধ্যে। শুধুমাত্র চোখের কাছে দুটো ফুটো, যা দিয়ে দেখে লেখার সুবিধা হবে, তাই মাথায় বাক্স পড়েই টানা তিন চার ঘণ্টা পরীক্ষা দিতে হল ছাত্রছাত্রীদের। এই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তবে কলেজ সূত্রে খবর, যে ভাবে লাগাতার হারে টুকলি হয় তা কোনোভাবেই রোধ করা সম্ভব হচ্ছিল না। তাই এমন অভিনব পদক্ষেপ বেছে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
তবে প্রথমেই বাক্স পরে পরীক্ষা দিতে হবে বিষয়টি মেনে নেয়নি কেউই, কিন্তু কলেজের চাপে পড়ে শেষ অবধি সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় পড়ুয়ারা। যদিও কলেজ কর্তৃপক্ষের এহেন ব্যবস্থা অমানবিক বলেই মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ আবার বিষয়টিকে শাস্তি বলেই দাবি তুলেছেন। যদিও এই প্রথম কর্নাটকে নয় এর আগে মেক্সিকোর স্কুলে এমন ঘটনা ঘটেছিল।