বাংলা হান্ট ডেস্ক : যে ভাবে দিনের পর দিন পলিউশন বাড়ছে তাতে স্কিনের অবস্থা একেবারেই খারাপ হতে বসেছে। প্রতিদিন অফিস কলেজে যাওয়ার সময় রাস্তার ধুলো বালি গাড়ির ধোঁয়া এ সবের জেরে মুখের জেল্লা একেবারে উধাও। অনেক রকমের ফেয়ারনেস ক্রিম বা প্রসাধনী ব্যবহার করেও খুব একটা সুফল পাওয়া যায় না। তবে ত্বকের তৈলাক্ত ভাব দূর করে কালচে ভাব কাটানোর জন্য দুটি ঘরোয়া পদ্ধতির ওপর একবার ভরসা করে দেখা যেতেই পারে। আসুন জেনে নেওয়া যাক সেই দুটি ফেশিয়াল কী কী-
1. টোম্যাটো প্যাক- টমেটো আমাদের ত্বক পরিচর্যার জন্য অন্যতম একটি উপাদেয় জিনিস, টমেটোয় থাকা ভিটামিন এ সি এবং পটাশিয়াম ত্বকের জন্য ভীষণ উপকারী তাই টমেটো প্যাক বানানোর জন্য- একটি পাকা টমেটো চন্দন গুঁড়ো মুলতানি মাটি এবং গোলাপ জল লাগবে। পদ্ধতি- প্রথমে টমেটো টিকে ভাল করে মিক্সারে বেঁটে নিন তার পর এর মধ্যে চন্দন গুঁড়ো অল্প মুলতানি মাটি একটু মধু এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে ভালো করে প্যাক তৈরি করুন। সেই ব্যাগ আসতে আসতে মুখে লাগিয়ে নিন তার পর শুকনো হয়ে গেলে গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।
2. কাঁচা হলুদের প্যাক- ত্বকের যত্ন নিতে কাঁচা হলুদের গুণাগুণ জুড়ি মেলা ভার। বিশেষ করে শীতকালে কাঁচা হলুদ ত্বকের জন্য বিশেষভাবে উপকারী তাই কাঁচা হলুদের প্যাকটি ব্যবহার করে দেখুন। এই প্যাকটি বানানোর জন্য দুটি কাঁচা হলুদের টুকরো, টক দই, মধু ও নিম পাতা। পদ্ধতি- প্রথমে কাঁচা হলুদের টুকরোটি ভালো করে মিক্সারে বেঁটে নিন তারপর তাতে একটু টক দই একটু মধু একটু নিম পাতা বেটে ভালো করে মিশিয়ে নিন। সেটি আঙুল দিয়ে মুখে ভালোভাবে লাগিয়ে নিন এবং শুকনো না হওয়া অবধি রেখে দিন তার পর শুকিয়ে গেলে ভাল করে গরম জল দিয়ে ধুয়ে সেটিই ম্যাসাজ করুন এরপর টিস্যু পেপার দিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে অন্তত এক দিন এটি ব্যবহার করে দেখুন।