বাংলা হান্ট ডেস্ক : শনিবার সারা দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গে দাপট দেখিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল, যদিও ঝড় সেভাবে হয়নি কিন্তু সারা দিন লাগাতার বর্ষণের জেরে একেবারে নাজেহাল গোটা বঙ্গবাসী৷ শনিবার বিকেল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে হাওড়া হুগলি মেদিনীপুর সহ অন্যান্য বেশ কয়েকটি জেলায়৷ তবে রাতের দিকে সুন্দরবনে তাণ্ডব দেখানোর পর বাংলাদেশের অভিমুখে যাত্রা শুরু করেছে বুলবুল৷
তাই বাংলাদেশে রবিবার সকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে এ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়ার একেবারের রদবদল হয়েছে, রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মেঘ সরে গিয়ে কিছুটা হলেও ঝলমলে রোদ্দুর দেখা দিয়েছে৷ যদিও ঝোড়ো হাওয়া রয়েছে কিন্তু বৃষ্টির ছিটেফোঁটা নেই, আর এতেই প্রাণ খুলে শ্বাস নিচ্ছে বঙ্গবাসী৷
যদিও আবহাওয়া দফতর থেকে আগে থেকেই শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছিল কিন্তু রবিবার ভোর রাত থেকে সেভাবে আর বৃষ্টি হয়নি রাজ্যে৷ অন্যদিকে শনিবার বকখালির কাছে আসে পড়েছিল বুলবুল আর এটাই মৌসুমি দ্বীপ ফ্রেজারগঞ্জ এবং নামখানায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে৷ এ ছাড়াও দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সারা দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে৷
পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিঘা মন্দারমণি খেজুরি সহ বেশ কয়েকটি এলাকায় কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, রবিবার দুপুর থেকেই বুলবুলের শক্তি ক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে আবহাওয়ার উন্নতি হলেই নামবে পারদ এমনটাই বলছে আলিপুর হাওয়া অফিস৷