এনআরসি নিয়ে আতঙ্ক কাটাতে আয়োজিত হতে চলেছে কর্মশালা-লিগ্যাল কমিটি

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে একপ্রকার নিশ্চিত হয়েছে রাজ্য বিজেপি থেকে কেন্দ্র। যদিও রাজ্যে এনআরসি চালু করা প্রতিরোধ করতে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এনআরসি রুখতে বৃহস্পতিবার মহানগরের রাজপথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এনআরসি নিয়ে রাজ্যবাসীর মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারা বাদ যেতে চলেছে, কেই বা সুযোগ থেকে বঞ্চিত হবেন, এসব ভেবে আতঙ্কে দিন কাটাচ্ছে অনেকেই। তবে এবার এনআরসি নিয়ে রাজ্যবাসীর আতঙ্ক কাটাতে কর্মশালার আয়োজন করছে জামাত-এ-উলামায়ে হিন্দ সংগঠন। শনিবার কলকাতার মহাজাতিক সদনে এই কর্মশালা অনুষ্ঠি হবে বলে জানান সংগঠন প্রধান সিদ্দিকুল্লা চৌধুরি। এদিন সংবাদমাধ্যমের সামনে সাক্ষাত্কার দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘এনআরসি নিয়ে আমরা আশঙ্কার কালো মেঘ দেখছি। সীমান্তবর্তী এলাকায় ভোটার লিস্ট সংশোধন নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। সেই আতঙ্ক দূর করতে কর্মশালার আয়োজন করছে জামাত-এ- উলেমায়ে হিন্দ। সেখানে মতুয়াদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে এনআরসি সম্পর্কে বলতে গিয়ে সিদ্দিকুল্লা এনআরসি ও নাগরিকত্ব কি এবং কেন হল এসব বোঝানো হবে মানুষকে। পাশাপাশি একটি লিগ্যাল কিমিট গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। একজন বিচারপতির তত্বাবধানে এই সেল গঠিত হবে। সেখানে আইনি সাহায্য করা হবে। আসলে নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষকে বোঝানোর জন্য এই কর্মশালা গঠন করা হবে বলেই তিনি জানিয়েছেন। পাশাপাশি কোনো নাগরিকের নথিতে কিছু ভুল থাকলে তা সংশোধন করার পদ্ধতিও শেখানো হবে।

সম্পর্কিত খবর