অনলাইনে ভোটারের তথ্য সংশোধনে সমস্যা এড়াতে কী করণীয় জানুন

বাংলা হান্ট ডেস্ক : দেশ জুড়ে অনলাইনে নিজেদের ভোটার কার্ডের তথ্য যাচাই করণের কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তরফে একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে যেখানে গ্রাহকরা নিজেদের তথ্য দিয়ে ভোটার কার্ড যাচাই ও সংশোধন করতে পারছেন তবে গ্রাহকদের আরও সুবিধার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার হেল্প লাইন নামে একটি অ্যাপ চালু করা হয়েছেelection commission 1

যেখানে স্মার্টফোনেই এই অ্যাপ ডাউনলোড করে নিজেদের তথ্য যাচাই ও সংশোধনের কাজ করতে পারবে গ্রাহকরা তবে এই অ্যাপের মাধ্যমে কাজ করতে গিয়ে গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে। আবেদন করার পর দেখি অনেকেই আবেদন কার্যকর হয়নি এমনটাই অভিযোগ উঠছে একই সঙ্গে রেফারেন্স আইডি ও এসএমএস পাঠানো হচ্ছে ভবিষ্যতে কাজ কোন পর্যায়ে আছে তা জানতে পারছে না গ্রাহকরা ।

আবারও শরণাপন্ন হতে হচ্ছে তথ্য মিত্র কেন্দ্র বা ক্যাফে গুলির। যদিও নির্বাচন কমিশনের তরফে কড়াকড়ি নির্দেশিকা জানানো হয়েছে, তাই তো সংশ্লিষ্ট বুথ লেভেলের আধিকারিকরা ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করেছেন। তবে যাঁদের এখনও অবধি এই ভোটার কার্ডের তথ্য যাচাই ও সংশোধনের কাজ হয়নি তাঁরা নির্দিষ্ট বুথে গিয়ে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে অফলাইনে ফর্ম ফিলাপ করে তার জমা দিন এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

যেহেতু আগামী সোমবার থেকে তালিকা সংশোধনের কাজ শুরু হবে তাই দ্রুত এই কাজ করে নেওয়ার জন্য নির্দেশিকা জারি হয়েছে। 25 নভেম্বর থেকে 24 ডিসেম্বর অবধি ভোটার তালিকায় নাম যুক্ত করার নাম বাদ দেওয়াসহ বিভিন্ন সংশোধনের আবেদন করা যাবে, তাই যাঁদের এখনও অবধি কোনও কাজই সম্পন্ন হয়নি তারা নির্দিষ্ট বুথে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন।

ad

সম্পর্কিত খবর