জমির ফসল বাঁচাতে অভিনব উপায়! দৈনিক ৫০০ টাকার চুক্তিতে ভাড়া করা হয়েছে ভাল্লুক

বাংলা হান্ট ডেস্ক: আমরা সবাই জানি যে, ভারত হল একটি কৃষিপ্রধান দেশ। পাশাপাশি, দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ পেশাগত ভাবে কৃষিকার্যই করে থাকেন। ভারতের প্রায় প্রতিটি প্রান্তেই বিভিন্ন খাদ্যশস্যের পাশাপাশি সবজি থেকে শুরু করে ফলের চাষ সম্পন্ন হয়। তবে, এই চাষাবাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখোমুখি পড়তে হয়ে কৃষকদের।

ফসলের ক্ষেতে আমরা প্রায়শই বন্য শূকর, হাতি ও বানরের উপদ্রবের ঘটনা শুনতে পাই। যার ফলে নষ্ট হয়ে যায় ক্ষেত। আর স্বাভাবিকভাবে তাতে ক্ষতি হয় ফসলেরও। যে কারণে কৃষকদেরই দিনরাত মাঠ পাহারা দিতে হয়। তবে, এবার ফসলের ক্ষেতকে জীবজন্তুদের হাত থেকে রক্ষা করতে একটি অভিনব উপায় বের করেছেন আমাদের দেশেরই একজন কৃষক। এমনকি, তাতে মিলছে সুবিধাও।

জানা গিয়েছে যে, তেলেঙ্গানার সিদ্দিপেট এলাকার কৃষক ভাস্কর রেড্ডি, তাঁর ক্ষেতে ফসল রক্ষণাবেক্ষণের জন্য কার্যত একটি ভালুকই ভাড়া করে ফেলেছেন। তবে, আপনি যদি মনে করেন যে, তিনি সত্যিকারের ভালুক নিয়ে এসেছেন, তা কিন্তু নয়। বরং, ভালুকের পোশাক পরিহিত অবস্থায় এক ব্যক্তিই ক্ষেত রক্ষণাবেক্ষণ করতে থাকেন।

ভালুকের পোশাক পরে ওই ব্যক্তি সারাদিন মাঠে ঘুরে বেড়ান। আর তাঁকে দেখেই বানর থেকে শুরু করে বন্য শূকর এবং হাতির দল কেউই আর আসেনা ফসলের কাছে।

এদিকে, এই অভিনব কাজের জন্য ওই ব্যক্তি প্রতিদিন ৫০০ টাকা করে পারিশ্রমিক নেন। তবে এত গরমে ভালুকের পোশাক পরে মাঠে ঘুরে বেড়ানো সহজ কাজ নয়। কারণ প্রখর রোদ ও গরম কাপড়ের কারণে শরীরে চুলকানি ও ঘামের সমস্যাও হয়। তবে, ক্ষেত লক্ষ্য রাখতেই এই কাজ করতে হয় তাঁকে।

এদিকে, ভালুকের পোশাক পরে মাঠে হাঁটা অবস্থায় ওই ব্যক্তির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই মজার মজার মন্তব্যও করেছেন। পাশাপাশি কেউ কেউ ওই কৃষককে ক্ষেত পর্যবেক্ষণের জন্য ভালুকের পরিবর্তে পোষা কুকুর ব্যবহার করার পরামর্শও দিয়েছেন। তবে, ফসল রক্ষা করার জন্য এই অভিনব উপায় যে আগে কেউ দেখেননি তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সকলে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর