বাংলা হান্ট নিউড ডেস্ক :কাশ্মীরকে 370 ধারা থেকে বঞ্চিত করেছে ভারত। 370 ধারা তুলে নেওয়ার ফলে কাশ্মীর এখন থেকে ভারতের। আর এটা কিছুতেই মেনে নিতে পারছেনা দীর্ঘদিন ধরে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে আসা পাকিস্তান। তাইতো গোটা পাকিস্তান যেন ভারতের বিরোধিতা করতে উঠেছ পড়ে লেগেছে।ইমরান খানের পাশাপাশি পাকিস্তান বাসীরা ভারতের বিরোধিতায় সরব হয়েছে। এবার সাপ ও কুমিরনিয়ে নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে জেলে যেতে হল পাক পপ গায়িকাকে। মোদীর বিরোধিতা করে শাস্তি পেতে হয়নি বরং তাতে আনন্দই পেয়েছে পাকিস্তান। কিন্তু বেআইনি ভাবে সাপ ও কুমিরকে ব্যবহার করে হুমকি দেওয়ার অপরাধে পাকিস্তানের বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় অভিযুক্ত হয়েছে পাক গায়িকা রাবি পীরজাদা।
ایک کشمیری لڑکی کی تیاری مودی کے خلاف، ویسے تو اس نے جہنم میں جانا ہی ہے، مگر اس جیسے انسا ن کی دنیا بھی جہنم ہونی چاہیے۔ #chotisibaathttps://t.co/cGfxSd0hd5 pic.twitter.com/h3C9HA1BT0
— Rabi Pirzada (@Rabipirzada) September 2, 2019
মোদীকে তোপ দাগতে গিয়ে এককদম এগিয়ে রাবি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন যেখানে একটি সাপ ও কুমিরকে নিয়ে একটি ঘরে তাঁকে বলতে শোনা গেছে, ‘দেখ মোদী, তোমার জন্য কী নিয়ে এসেছি৷ জাহান্নমে মরার জন্য তৈরি থেকো৷ আমার এই বন্ধুরা তোমাকে খুবলে খুবলে খাবে৷’’ 2 সেপ্টেম্বরের করা এই ভিডিও মুহুর্তের মধ্যে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ব্যাস তারপর তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে পঞ্জাব প্রদেশের বন্য সংরক্ষণ দফতর। যেখানে বর্মানে পোষ্য বাড়িতে পুষলে নানারকম বিধিনিষেধ মানতে হয়। সেখানে কিভাবে আইনের পরোয়া না করে একটি সাপ ও কুমিরকে নিজের কাছে রেখে এভাবে সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করলেন, স বিষয়ে উঠছে প্রশ্ন। একই সঙ্গে সাপ ও কুমিরের মতো ভয়ঙ্ক প্রাণীদের নিয়ে শ্যুট করতে ভয় পেলেননা তিনি, এমনটাও বলছেন কেউ কেউ।
তবে বন্যপ্রাণী আইন ভাঙার অপরাধে আপাতত তাঁকে কারাদন্ড দিয়েছে পাক আদালত। সেদেশের বন্যপ্রাণ সংরক্ষণ দফতরের অফিসার সোহেল আসরাফ জানান, আইন ভঙ্গ করার জন্য পীরজাদার দু’বছরের জেল হয়েছে৷ তিনি কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি৷কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে জোর ধাক্কা খেয়েছে পাকিস্তান৷ তাই নিজেদের মতো করে ভারতকে চাপে ফেলতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান৷ এমনকি বিভিন্ন ভাবে ভারতের নামে মিথ্যা খবরও রটাচ্ছে ইমরান খান সরকার৷ কিন্ত পাক পপ গায়িকার এভাবে ভারত বিরোধিতা করাটা যে আইনি অন্যায় তা হয়তো বুঝতে পারে নি তিনি৷