বাচ্চাদের ঝামেলা মেটেতা এক শিশুর বাবা আঙুল কামড়ে নিল অন্য শিশুর মায়ের!

বাংলাহান্ট ডেস্কঃ ঝগড়া করছিল দুটি বাচ্চাছেলে। তাতে জড়িয়ে গেল পরিবার(family)। আর তা থেকে রক্তারক্তি কাণ্ড বাঁধল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। আমরোহা জেলার একটি গ্রামে বাড়ির সামনেই খেলছিল দু’টি শিশু (child)। খেলতে খেলতেই বেঁধে যায় ঝগড়া(Quarrel)। আর তাতে জড়িয়ে পরে দুই পরিবার। শুরু হয় বচসা। তা থেকে তুলকালাম কাণ্ড।o

 

আমরোহার পুলিশ সুপার রবীন্দ্র সিং জানিয়েছেন, একটি বাচ্চার বাবা অন্য বাচ্চার মায়ের আঙুল কামড়ে দেয়। আঙুলের একটি অংশ কেটে মাটিতে পড়ে যায়। এরপর স্থানীয়রা জখম মহিলাকে হাসপাতালে নিয়ে যান। ওই মহিলা অভিযোগ করেছেন। অভিযুক্ত দেবেন্দ্র এবং অনীতাকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সারা বছরই ঝগড়া চলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আক্রান্ত মহিলার স্বামীও জখম হয়েছেন বলে খবর। সংবাদমাধ্যমকে পুলিশ সুপার বলেন, “দু’টি শিশুর ঝগড়া থেকে যে এমন কাণ্ড হতে পারে তা ভাবাই যায় না।”

জখম মহিলাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশের আরও বক্তব্য, যে পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বাড়িতে সদস্য সংখ্যা অনেক। আত্মীয়দের কেউ কেউও এর মধ্যে যুক্ত বলে মনে করছে পুলিশ।

 

সম্পর্কিত খবর