বাংলাহান্ট ডেস্ক : নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ ফের একবার মুখ খুললেন ডিএ (Dearness Allowance) আন্দোলনকারীদের নিয়ে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বললেন, আরো ৩ শতাংশ ডিএ দেব। রাজ্য সরকারের পাওনা টাকা কেন্দ্রের থেকে নিয়ে আসুন। একই সাথে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন মহার্ঘ ভাতা কর্মচারীদের অধিকার নয়। মহার্ঘ ভাতা সরকারের ঐচ্ছিক বিষয়।
আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এক লক্ষ পনের হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা আছে। যান না সেই টাকা নিয়ে আসুন। ৩ শতাংশ ডিএ দিয়েছি। প্রয়োজনে আরো ৩ শতাংশ দেব।” রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ও বিভিন্ন মঞ্চ দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে। এমন আবহে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেন।
এরপর আন্দোলনকারীরা বলেন, যে বিপুল পরিমাণ মহার্ঘভাতা বাকি আছে তার তুলনায় এটা নগন্য। তাদের সম্পূর্ণ মহার্ঘ ভাতা চাই। কিন্তু মুখ্যমন্ত্রী এর আগেও স্পষ্ট করে জানিয়ে দেন যে রাজ্যের আর্থিক দুরবস্থার কারণে আর বেশি মহার্ঘভাতা বাড়ানো সম্ভব নয়। আজকের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে বুঝিয়ে দিতে চাইলেন যে এই আন্দোলনের পেছনে হাত রয়েছে বাম রাজনৈতিক সংগঠনগুলির।
পূর্বতন বাম সরকারকে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাম সরকারের আমলে বেতন দেওয়ার কি ছিরি ছিল সবাই জানে। দু-তিন মাস অন্তর বেতন হত। এখন মাসের পয়লা তারিখে সবাই বেতন-পেনশন পান। বর্তমান সরকার ১২৬ শতাংশ ডিএ দিয়েছে। সরকার কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল। মুখ্যমন্ত্রী এদিন বোঝাতে চাইলেন মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনের পেছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত।