নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভুয়ো প্রচার বন্ধ করতে 10 দিনে তিন কোটি পরিবারকে বোঝাবে বিজেপি

বাংলা হান্ট ডেস্ক : এক কথায় গোটা দেশবাসী নাগরিকত্ব সংশোধনী আইন কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের ওপর। যদিও নাগরিকত্ব সংশোধনী আইন কি বা এটি কাদের জন্য? তা বোঝার বালাই নেই কারও কিন্তু না বুঝেই নাগরিকত্ব সংশোধনী আইন মানব না এই স্লোগান তুলে কার্যত দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভের প্রতিযোগিতা শুরু হয়েছে। তাই তো নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নের পর থেকে কার্যত চাপে পড়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এই আইন নিয়ে ভুয়ো প্রচার করা হচ্ছে এবং ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে কেন্দ্র ।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বিক্ষোভের জেরে এখনও অবধি মৃত্যু হয়েছে প্রায় জনের। যদি অন্যান্য রাজ্যে হতাহতের খবর নেই কিন্তু চারিদিকে 144 ধারা জারি রয়েছে একই সঙ্গে বন্ধ রয়েছে ইন্টারনেট। তাই পরিস্থিতি সামলাতে এবার কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি। মাত্র দশ দিন সময় হাতে নিয়ে এ বার দেশের প্রতিটি জেলায় জেলায় নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থনে মিছিল করবে গেরুয়া বাহিনী পাশাপাশি 3 কোটি পরিবারকে এই আইন সম্পর্কে বোঝানো হবে বলেই জানা গিয়েছে বিজেপি র তরফে।CAA chandigarh 1200

শনিবার দিল্লির বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব জানিয়েছেন এ ভাবে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভুল প্রচার হচ্ছে এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে সেই সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সুস্পষ্ট ধারণা তৈরি করে দিতে মিছিলের পথে হাঁটবে বিজেপি। আসলে নাগরিকতা সংশোধনী আইনের মধ্য দিয়েই দেশের কোনও হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ পার্সি বা বৌদ্ধদের প্রভাব পড়বে না

আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা কিন্তু নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে, এটাই হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইনের মূল কথা। কিন্তু বারবার সংসদের দুই কক্ষে বোঝানোর সত্ত্বেও এক প্রকার বুঝতে নারাজ সাধারণ মানুষ।

সম্পর্কিত খবর