আজ সোমবার, লকডাউনে দেখে নিন সোনা, রূপো, পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) ভাইরাস সমগ্র বিশ্বের সাথে সাথে ভারতেও তাঁর বিস্তার লাভ করতে শুরু করে দিয়েছে। এই সময় জরুরী প্রয়োজন ছাড়া বেশিরভাগ মানুষজনই ঘর থেকে বেরোচ্ছে না। আতঙ্কে ভুগছে দেশবাসী। এই মারণরোগ কলকাতাও (Kolkata) ছড়িয়ে গেছে ভালোভাবেই। ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ভারতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে লকডাউন চলবে আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত। অত্যাবশ্যকীয় পণ্যের চাহিদা বড়লেও, বন্ধ এখন সোনা, রূপোর দোকান।

মানুষ এখন গৃহবন্দি। বিশ্ব বাজারে তৈরী হয়েছে অর্থনৈতিক মন্দা। এরই মধ্যে আবার লকডাউন অবস্থাতেই টানা বেশ কয়েকদিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল সোনার দাম। তবে গত কয়েকদিন সোনা রূপোর দাম হ্রাসের পর আজ আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে গৃহবন্দির মধ্যেও হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।

গতকাল কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪০৫১২ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪০৫১.২০ টাকা ছিল। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৩১৫২ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৫১.২০ টাকা। এই দাম আজ কিছুটা বেড়ে হয়েছে- ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪০৫২২ টাকা এবং ১ গ্রামের দাম ৪০৫২.২০ টাকা। অপরদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম সামান্য বেড়ে হয়েছে ৪৩১৬২ টাকা এবং ১ গ্রামের দাম হয়েছে ৪৩১৬.২০ টাকা।

রূপোর দামও কিন্তু আজ সামান্য বেড়েছে। গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৩৯.৫০ টাকা। কিন্তু আজ বেড়ে হয়েছে ৩৯.৫১ টাকা। মন্দার বাজার হলেও কিছুটা বেড়েছে সোনা রূপোর দাম।

আজকে রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটার ৭২.২৯ টাকা। এবং ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৪.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম হয়েছে ৮৩৯.৫০ টাকা।

সম্পর্কিত খবর

X