সাবধান! আজই পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর সৌরঝড়, বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা

বাংলাহান্ট ডেস্কঃ উৎসবের মরশুমের মাঝেই এক ভয়ঙ্কর খবর শোনাল বিজ্ঞান মহল। আজই অর্থাৎ শনিবারই এক ভয়ানক সৌরঝড় আছড়ে পড়তে চলেছে পৃথিবীতে। যার ফলে বিঘ্নিত হতে পারে এই গ্রহের একাধিক যোগাযোগ ব্যবস্থা। কেঁপে উঠতে পারে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্রও।

পৃথিবীর দিকে আগত এই আশঙ্কার খবরের বিষয়ে বিজ্ঞানিরা জানিয়েছেন, এই সৌর ঝড়ের ফলে পৃথিবীর চারপাশের চৌম্বক ক্ষেত্র কেঁপে উঠতে পারে। যার ফলে পৃথিবীর দুই মেরুতে আরও উজ্জ্বল এবং আরও ঘনঘন হয়ে উঠতে দেখা যেতে পারে মেরুজ্যোতি।

pic 25

যার ফলে কিছু সময়ের জন্য প্রভাবিত হতে পারে ভারতীয় উপমহাদেশ। সেইসঙ্গে প্রভাবিত হতে পারে দক্ষিণ মেরু, উত্তর মেরু, উত্তর আমেরিকা, ইউরোপও। এই সকল এলাকার যাবতীয় রেডিয়ো যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হতে পারে। সমস্যা দেখা দিত পারে জিপিএস ও মোবাইল পরিষেবা এবং বিশ্বের একাংশের বিদ্যুৎপরিষেবাতেও। সেইসঙ্গে পৃথিবীতে আছড়ে পড়তে পারে প্লাজমাও।

জানা গিয়েছে, শুধুমাত্র শনিবার নয়, ভারতীয় সময় বরিবার সকালেও চলবে এই সৌরঝড়ের হানা। কলকাতার বাঙালি বিজ্ঞানীদের পূর্বাভাস মিলে গেলে, ভারতীয় সময় শনিবার গভীর রাতের মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসবে এই শক্তিশালী সৌরঝড়। যার ফলে প্রভাবিত হতে পারে পৃথিবীর বিরাট অংশ।

এই বিষয়ে সৌরপদার্থবিজ্ঞানী অধ্যাপক দিব্যেন্দু নন্দী জানিয়েছেন, ‘এর ফলে আমেরিকা, ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, ইউরোপ ও উত্তর মেরুর রেডিয়ো যোগাযোগ ব্যবস্থা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহগুলির অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্রাংশগুলিও এই ধাক্কা পেতে পারে। সেইসঙ্গে বিচ্ছিন্ন হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎ সংযোগও’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর