বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই গোটা দেশজুড়ে সরকারি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সাড়া ফেলে দিয়েছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে নিজেদের অনশন তুলে নিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরায় সরকারি জুনিয়র ডাক্তাররা। তবে আজ ফের কর্মবিরতিতে নেমেছেন সরকারি ডাক্তাররা।
সম্প্রতি লোকসভায় পাস হয়েছে জাতীয় মেডিকেল কমিশন বিল। আর সেই প্রতিবাদেই এই কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ।
মেডিকেল কলেজ ও এসএসকেএম হাসপাতালের আউটডোর খোলা থাকলেও দেখা মেলেনি কোন চিকিৎসকেরই। শুধুমাত্র ইমারজেন্সি বিভাগ ছাড়া সব ধরনের পরিষেবা বন্ধ রয়েছে এখন। এই একই পরিস্থিতি চলছে দিল্লিতেও।