আজকের রাশিফল ১০ ই ডিসেম্বর শুক্রবার ২০২১, এই তিন রাশির খুলবে ভাগ্য

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাশিফল মানুষের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সকালে উঠে নিজের আজকের রাশিফল (ajker rashifal) দেখে নিলে, সারাদিন সেই ভাবেই কাটাতে পারবেন গোটা দিন। কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন।

মেষঃ আজকের দিনে সহজেই কোন সমস্যা এড়িয়ে যেতে পারবেন। শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। পুরনো পরিকল্পনা বাস্তব রূপ পেতে চলেছে। অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে আজকের দিনে উপকৃত হবেন।

বৃষভঃ আত্মীয় বন্ধুদের থেকে ভালো উপহার পাবেন। আজকের দিনে মন ভালো থাকবে। ভ্রমণের সময় সমস্ত নথি গুছিয়ে নেবেন। অর্থ বিনিয়োগের পূর্বে ভালো স্থান নির্বাচন করুন।

মিথুনঃ শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আজকের দিনে বেশ মজায় থাকবেন আপনি। আজকের দিনে বিশেষ কোন বই পড়তে পারেন। আর্থিক লেনদেন সামলে করবেন।

কর্কটঃ ভালবাসার মানুষের থেকে আজকের দিনে ফোন পেতে পারেন। খেলাধূলা করতে কিছুটা সময় বের করুন। আপনার কাজের কারণে অন্যদের থেকে অনেক প্রশংসা পাবেন। কাজের প্রয়োজনে বাড়ি থেকে বেরোলে অর্থ সামলে রাখুন।

সিংহঃ পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান। আপনার মিষ্টি স্বভাব সকলকে ভালো রাখবে। ব্যবসা অপেক্ষা পরিবারের সদস্যদের বেশি সময় দিতে মন চাইবে। অফিসের কেউ আপনার গুরুত্বপূর্ণ জিনিস চুরি করতে পারে।

কন্যাঃ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শক্তি সঞ্চয় করতে বন্ধুদের সাহায্য নিন। সংসারে সুখ ফিরিয়ে আনতে নিজের সুখ বিসর্জন দিন। আত্মীয়দের থেকে নেওয়া ঋণ আজকের দিনে ফেরত দিয়ে দিন।

তুলাঃ ফাঁকা সময়টা ভালোবাসার মানুষের সঙ্গে কাটান। আজকের দিনে পুরনো জিনিস ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। কোন বন্ধু আপনার থেকে আর্থিক সাহায্য চাইতে পারে।

বৃশ্চিকঃ ঋণ নেওয়া অর্থ ফেরত দিয়ে দিন। মজা করার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরোলে, আজকের দিনটা খুব ভালো কাটবে। ভালোবাসার মানুষের সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাবেন। অভিভাবকদের সাহায্যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

ধনুঃ পড়ুয়াদের বন্ধুদের চক্করে পরে, পড়াশুনা নষ্ট করা ঠিক নয়। পরিবারের মানুষদের কিছুটা সময় দিন। কোন কাজে অযথা হতাশ হবেন না। ফাঁকা সময়টা বন্ধুদের সঙ্গে কাটাতে পারবেন।

মকরঃ অসুস্থ আত্মীয়র সঙ্গে আজকের দিনে দেখা করুন। দিনের শুরুতে যোগ ব্যায়াম করতে পারেন। পরিবারের লোকদের অভিযোগের সুযোগ না দিয়ে, তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটান। সারা দিন ধরে আর্থিক লেনদেন চলার পর সন্ধ্যের দিকে সঞ্চয় হবে বেশি।

কুম্ভঃ  ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় পাবেন নিজের জন্য। ব্যস্ততার ফাঁকেও শরীর সুস্থই থাকবে। ছোট সমস্যাগুলোকে ত্যাগ করুন। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে।

মীনঃ এই রাশির পড়ুয়ারা কিছুটা সময় নষ্ট করতে পারেন। অন্যদের সমালোচনা করা ঠিক নয়। কাজ না করে বেশি টিভি দেখাও ঠিক নয়। বিপরীত লিঙ্গের ব্যক্তির থেকে চাকরীতে বিশেষ সুবিধা পাবেন।

X