আজকের রাশিফল ১৩ ই ফেব্রুয়ারী ২০২১ শনিবার, আজ খুলে যাবে বিশেষ রাশির ভাগ্য

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আজকের রাশিফল (ajker rashifal) দেখে নিয়ে আপনি যদি দিনের শুরুটা করেন, তাহলে অনেক সুন্দর হয়ে উঠবে আজকের দিন। আপনার রাশির সঙ্গে মিলিয়ে দেখে নেবেন, আজকের দিনে কি কি বাধা বিঘ্ন রয়েছে, আর কি কি শুভ ইঙ্গিত রয়েছে আপনার জন্য। সেইসবগুলো একটু দেখে নিলেই একটি সুন্দর দিন কাটাতে পারবেন।

মেষঃ নিজের জন্য কিছুটা সময় বের করুন। আজকের দিনে কিছুটা বিশ্রাম নিন। আজকের দিনে অনেক নতুন বন্ধু পাবেন। আজ ভালোবাসার মানুষের সঙ্গে র‍্যোমান্টিক ভ্রমণে অংশ নিতে পারেন। গহনা কিনে লাভবান হতে পারেন।

বৃষভঃ আজকের দিনে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে পরিবারের সঙ্গে সিনেমা যেতে পারেন। আজ এই রাশির জাতক জাতিকাদের শরীর সুস্থই থাকবে। স্ত্রীর শারীরিক অসুস্থতা আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। পূর্বে ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পেতে পারেন।

মিথুনঃ সমস্যা সমাধানে স্ত্রী সাহায্য করবে। ব্যস্ত সিডিউলের মধ্যে শরীর সুস্থই থাকবে। বিনাকারণে বেশি অর্থ ব্যয় বন্ধ করুন। ভালোবাসার মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটান। পরিবারের লোককে অভিযোগের সুযোগ দেবেন না।

কর্কটঃ অযথা বিতর্কে জড়াবেন না। মাথা গরম করে মেজাজ হারাবেন না শুধু শুধু। বিনা কারণে অর্থ ব্যয় বন্ধ করুন, সঞ্চয়ের চিন্তা করুন। স্ত্রীয়ের পরিকল্পনার খাতিরে আপনার প্ল্যান ভেস্তে যাবে। পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান।

সিংহঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর দিন কাটান। নিজের খেয়াল রাখার সময় পাবেন। শিশুদের মনে কষ্ট না দেওয়াই উচিত। নিজের সামর্থের থেকে বেশি কিছু করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। আত্মীয়র বাড়িতে গিয়ে তাঁর কথায় মনে আঘাত পেতে পারেন।

কন্যাঃ আজকের দিনে অনেক উপহার পেতে পারেন। মন শান্ত থাকে এমন কাজ করুন। আজকের দিনে বিশেষ কোন কাজের পদক্ষেপ নিতে পারেন। বেশি অর্থ ব্যয় বন্ধ করুন। সন্ধ্যের সময় রান্নাঘরের জিনিস কিনতে যেতে পারেন।

তুলাঃ নিজেকে প্রমাণ করতে সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে। আজ এই রাশির জাতক জাতিকারা তাদের ছোট ভাইয়ের সঙ্গে ঘুরতে যেতে পারেন। পারিবারিক অনুষ্ঠানে অংশ নিলে, অনেক নতুন বন্ধু হবে।

বৃশ্চিকঃ ভালোবাসার মানুষকে সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কাজের চাপে তা রাখতে পারবেন না। বেশি উত্তেজিত না হয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের সদস্যরা আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। দূর আত্মীয়র থেকে আজকের দিনে একটি খুশির খবর আসতে পারে।

ধনুঃ আজকে ল্যাপটপ বা টিভিতে পছন্দের শো দেখতে পারেন। আজ এই রাশির জাতক জাতিকাদের শরীর সুস্থই থাকবে। অর্থনৈতিক উন্নতির নতুন দিশা খুঁজে পাবেন। বিবাহিত জীবন সুখের হবে। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর দিন কাটান।

মকরঃ জিনিস গুছিয়ে না রাখলে, স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। নিজের উপর বেশি চাপ না দিয়ে ঠাণ্ডা মাথায় কাজ করে একটু বিশ্রাম নিন। আজকে ল্যাপটপ বা টিভিতে পছন্দের শো দেখতে পারেন। গুরুজনদের সাহায্যে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে।

কুম্ভঃ এই রাশির পড়ুয়াদের বন্ধুদের চক্করে পড়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করা উচিত। মাইগ্রেনের রোগীরা খাওয়ার দিকে নজর দিন। আজ প্রেমের দিন। কোন খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে দেখে নিন। আজপকের দিনে পুরনো বদ অভ্যাস ছাড়ুন।

মীনঃ ফাঁকা সময়ে কিছুটা আনন্দ করতে পারেন। মানহানি হয়, এমন কাজ এড়িয়ে চলুন। সুনাম নষ্ট করে, এমন ব্যক্তির সঙ্গে না মেলামেশা করাই ভালো। বিভিন্ন উতস থেক আয় হবে আজকে এই রাশির জাতক জাতিকাদের।

X