আজকের রাশিফল ১৪ ই ফেব্রুয়ারী রবিবার ২০২১, ‘ভ্যালেন্টাইন্স ডে’তে দেখে নিন আপনার রাশিফল

বাংলাহান্ট ডেস্কঃ আজ ‘ভ্যালেন্টাইন্স ডে’, ভালোবাসার দিন। আজকের দিনের শুরুতে প্রথমেই আপনার আজকের রাশিফল (ajker rashifal) দেখে দিন। তারপর নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সেইভাবে সাজিয়ে ফেলুন গোটা দিনটা। রাশিফলে কোন বাঁধা বিপত্তি থাকলে, তা এড়িয়ে চলুন। আর সঙ্গীর সঙ্গে সুন্দর ভালোবাসাময় করে তুলুন আজকের দিন।

মেষঃ ভালোবাসার মানুষের সঙ্গে আজকের দিনে সময় কাটাতে পারবেন। কোন বিষয়কেই হেলাফেলা মনে করবেন না। আজকের দিনে অনেক অর্থের অধিকারী হবেন। ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন। কাছের বন্ধুদের কারণে মেজাজ গরম হতে পারে।

বৃষভঃ আজকের দিনে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হবেন। আজকের দিনে বিভিন্ন উত্তেজনার সম্মুখীন হতে হবে। আজ শপিং-এ যেতে পারেন। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে পরিবারের সঙ্গে পরামর্শ করুন। আপনার ভালো মানসিকতার সুযোগ নিতে দেবেন না বন্ধুদের।

IMG 20210117 194359

মিথুনঃ বয়স্ক মানুষের সঙ্গে ঝগড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বিবাহিত দম্পতিরা তাদের বাচ্চাদের পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকবেন। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় অতীতের স্মৃতি ফিরে পাবেন।

কর্কটঃ অবসর সময়ে খেলাধূলায় সাবধানে যোগদান করবেন, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ায় মন থেকে শান্তি পাবেন। আজকের দিনে সাবধানে গাড়ি চালাবেন। জীবনে অর্থের গুরুত্ব বুঝতে শিখবেন।

সিংহঃ দীর্ঘ সময়ের অপেক্ষার পর জীবনে ভালো কিছু ঘটবে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। পরিবারের সদস্যরা তাদের সমস্যার কথা আপনার সঙ্গে ভাগ করে নেবে। কোনখাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে বিবেচনা করে নেবেন।

কন্যাঃ সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিন। বাইরের কাজে জড়িয়ে ক্লান্তবোধ করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। নিজের শখ পূরণ করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজকের দিনে সময় কাটাতে পারবেন।

তুলাঃ আজকের দিনে মদ্যপান, ধূমপান থেকে দূরে থাকুন। ভয়কে কাটিয়ে উঠতে শিখুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। আলোচনার মাধ্যমে পুরনো সমস্যা উঠে আসায় ঝামেলা হতে পারে। সন্ধ্যের সময় বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন।

বৃশ্চিকঃ বিবাহিত জীবনে একটি সুন্দর এবং শান্ত দিন হবে। পুরনো অসুখ থেকে আজকের দিনে মুক্তি পেতে পারেন। কোনখাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে বিবেচনা করে নেবেন। পার্টির আয়োজন করে কাছের বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ করুন।

ধনুঃ দূর সম্পর্কের আত্মীয়র থেকে খুশির খবর পেতে পারেন আজকে। যোগ ব্যায়ামের মধ্যে দিয়ে দিনের শুরুটা করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। আজ এই রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন।

মকরঃ নিজের জন্য সময় বের করলেও, অফিসের কাজে তা করতে পারবেন না। গাড়ি চালানোর সময় সবদিকে খেয়াল রাখুন। স্ত্রীর সঙ্গে সাংসারিক ঝামেলা অনেকদূর গড়াতে পারে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বারিয়ে তুলুন।

কুম্ভঃ নিজেকে সংযত রাখুন আজকের দিনে, নাহলে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। নিজের প্রতি অবহেলা করা উচিত নয়। অর্থের অভাবে পরিকল্পনা ভেস্তে যেতে পারে। কিছুটা সময় বের করে বাচ্চাদের সমস্যার সমাধান করুন।

মীনঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। আজ এই রাশির ব্যক্তিরা বেশি ক্ষমতার অধিকারী হবেন। সকলকে সারপ্রাইজ দিয়ে বাড়িতে একটি ছোট পার্টি দিতে পারেন। অন্যের সাহাযায় ছাড়াই অনেক অর্থ উপার্জন করতে পারবেন।

Smita Hari

সম্পর্কিত খবর