আজকের রাশিফল ২ রা অক্টোবর শনিবার ২০২১, জেনেনিন কোনদিকে ঘুরবে আপনার ভাগ্যচক্র

বাংলাহান্ট ডেস্কঃ আজকের রাশিফল (ajker rashifal) মানুষের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই রাশিফল দেখেই মানুষ জীবনে আগত নানা সমস্যার সম্পর্কে আগে থেকেই জানতে পারবে। সামনের কোন বাঁধা থাকলে, তা থেকে মুক্তির উপায় পেয়ে যাবেন।

মেষঃ পরিবারের কোন বয়স্ক ব্যক্তির শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আজকের দিনে নিজের সম্পর্কে ভালো অনুভব করবেন। সমাজের থেকে দূরে থাকলে, আপনার প্রয়োজনে কাউকে পাশে পাবেন না। জমি সংক্রান্ত বিষয়ে নজর দিন।

বৃষভঃ ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। সফর আনন্দদায়ক হওয়ায় আপনাই অনেক খুশি থাকবেন। অন্যদের সুনাম করলে, নিজে আনন্দ পাবেন। আজকের দিনে দ্রুত অর্থ উপার্জন করতে পারবেন।

মিথুনঃ গুরুত্বপূর্ণ কাজে সময় না দিলে, পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। ঘরের কাজে ব্যস্ত থাকবেন। ভাই বোনদের সাহায্যে আর্থিক বোঝা দূর করতে পারবেন।

কর্কটঃ ফাঁকা সময়ে বই পড়ে কাটাতে পারেন। আজকের দিনে মদ্যপান থেকে মুক্তি পেতে পারেন। পুরনো বন্ধুর আগমনে অনেক পুরনো স্মৃতি মনে পড়বে। জমিতে বিনিয়োগে লাভদায়ী ফল পাবেন।

rashifal

সিংহঃ ভাইবোনদের সঙ্গে একসঙ্গে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যা কাটানোর ক্ষেত্রে মদ্যপান থেকে দূরে থাকুন। বেশি সময় ধরে ফোন ঘাটলে, সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হবেন।

কন্যাঃ অর্থের প্রয়োজনেও কারো থেকে সাহায্য পাবেন না। অতীতে বেশি ব্যয় করার ফলে, বর্তমানে আর্থিক সংকটে পড়বেন। পরিবারের প্রতি দায়িত্ববান হোন। আজকের দিনে অনেক নতুন বন্ধু হবে।

তুলাঃ ডাকে আসা চিঠি গোটা পরিবারের জন্য সুখবর নিয়ে আসবে। বেশি দুশ্চিন্তা মানসিক শান্তি বিঘ্নিত করে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, তাহলে মন খারাপ লাগবে। ভাইবোনদের সাহায্যে আর্থিক সুবিধা পাবেন।

বৃশ্চিকঃ অপ্রয়োজনীয় কাজে শুধু সময় নষ্ট করবেন না। কাজের জায়গায় অন্যদের থেকে চাপ আসতে পারে। আপনার খামখেয়ালী আচরণ অন্যদের কষ্ট দেবে। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করের দেখে নিন।

ধনুঃ ফাঁকা সময় ঘর পরিস্কার করতেও কেটে যাবে। বেশি ব্যয় না করে অর্থ সঞ্চয় করলেই তা কাজে আসবে। বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান। সকলের থেকে দূরে গিয়ে কিছুটা একা সময় কাটাতে চাইবেন।

মকরঃ বাড়ির কাজ করতে কিছুটা সময় নষ্ট হবে। বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান। কাজের মধ্যে থাকুন, মন ভালো থাকবে। আজকের দিনে কিছুটা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এই রাশির ব্যক্তিরা।

কুম্ভঃ আপনার আচরণ, অন্যদের আকর্ষণ করবে। অন্য দিনের থেকে আজকের দিনে কিছুটা বেশি শক্তিশালী থাকবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে অন্যদের থেকে পরামর্শ নিন।

মীনঃ বাস্তবের মোকাবিলা করতে গিয়ে কাছের মানুষের থেকে দূরে চলে যাবেন। শরীর মন সুস্থ রাখতে খেলাধূলায় অংশ নিন। নিজের অনুভূতি সকলকে জানানোর দরকার নেই। ব্যবসায়ীদের আজকের দিনে কিছুটা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর