আজকের রাশিফল বৃহস্পতিবার ১৩ ই ফেব্রুয়ারি ২০২০ !

বাংলা হান্ট ডেস্কঃসিদ্ধিদাতা গনেশের গগনা অনুযায়ী আজ রাশি অনুযায়ী কার দিন কেমন কাটবে জেনে নিন।

বৃষ: এই সময়ে আপনার চাকরির জায়গায় উন্নতির সুযোগ আসতে পারে। কিন্তু বাইরের কোনও লোকের জন্য আজ আপনার খরচও বৃদ্ধির সম্ভবনা আছে।ব্যবসায় ভাল লাভের সময় এটি।

মেষ : অযথা কোনো ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। তবে ভ্রমণের ভাল যোগ আছে। নিজের জেদের জন্য আজ কোনও ক্ষতি হতে পারে। আজ আপনার কাজের চেষ্টা বিফলে যাবে।

মিথুন: অহঙ্কার এই সময় যত কম করবেন ততই লাভ। মাথার ব্যাধি বাড়বে। কাজের জন্য ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য অত্যন্ত শুভ যোগাযোগ আসছে।

কর্কট : গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সুযোগ পাবেন। বাড়তি কোনও ব্যবসার জন্য আলোচনা হবে। আইনি কাজের জন্য ঝামেলার আশঙ্কা বেশি।

সিংহ- সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে। প্রেমের ব্যাপারে শান্তি আসবে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে।

কন্যা- স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য অভিমান বৃদ্ধি। কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য ঋণ নিতে হবে।

IMG 20191218 234251

তুলা- লেখকদের আজ দিনটি ভাল কাটবে। মায়ের চিকিৎসার জন্য নিয়ে যাবেন। আর্থিক চাপ ও কোমরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় আয় বাড়তে পারে।

বৃশ্চিক- আর্থিক চিন্তা থাকবে সাথে খেলাধূলায় করলে জয় লাভ করবেন। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে।

ধনু- সম্পত্তির ব্যাপারে ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে।কোনও খারাপ ঘটনা দেখে মানসিক কষ্ট বাড়তে পারে। সংসারের জন্য শান্তির কামনা। পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে।

মকর- শত্রুদের থেকে রেহাই পাবেন। ধর্ম সংক্রান্ত জায়গায় দান করতে হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনও ক্ষতির আশঙ্কা।

কুম্ভ : অতিরিক্ত পরিশ্রম করার জন্য শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। ফলে মনে আনন্দ বাড়বে। উকিলদের জন্য সামনে শুভ সময় আসছে।

মীন: শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমন হতে পারে। কিছু কেনাবেচা করার জন্য দিনটি শুভ। কমবয়সীদের কথা শুনলে বিপদে পড়তে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি।

 

Udayan Biswas

সম্পর্কিত খবর