আজকের রাশিফল ২০ শে আগস্ট শুক্রবার ২০২১, এই রাশির ব্যক্তিদের সুন্দর দিন কাটবে আজ

বাংলাহান্ট ডেস্কঃ নিজের রাশিফলে কি রয়েছে, তা সকলের কাছেই বেশ কৌতুহলের। দিনের শুরুতেই যদি আজকের রাশিফল (ajker rashifal) দেখে নেন, তাহলে আপনি আপনার রাশিফল সম্পর্কে জানতে পারবেন। সেইমতই কাটাবেন আপনার গোটা দিন, তাহলে কাটাতে পারবেন অনেক বাঁধা বিঘ্ন।

মেষঃ পুরনো জিনিস ফিরে পেয়ে, তা পরিষ্কার করতেই গোটা দিন চলে যাবে। আজকের দিনে বেশি ক্ষমতা থাকায়, যেকোন কাজ করতে অর্ধেক সময় লাগবে। বেশি খরচ করলে, মন খারাপ হতে পারে। আত্মীয়র বাড়িতে সফরের মাধ্যমে, হালকা আনন্দ হবে।

বৃষভঃ স্কুল পড়ুয়ারা প্রোজেক্টের বিষয়ে সাহায্য চাইলে, তাঁদের পরামর্শ দিন। সকলের কথায় কান দিয়ে, নিজের সমস্যার সমাধান খুঁজুন। যেকোন কাজে বাবা মায়ের আশীর্বাদ পাবেন। অর্থের গুরুত্ব বুঝে, ব্যয় এবং সঞ্চয়ে মন দিন।

মিথুনঃ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময়, নিজের সমস্যার সমাধানের দিকে নজর রাখুন। শরীরচর্চা করার জন্য আজকের দিন শুভ। বাইরে বেরিয়ে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করুন। আজকের দিনে বিনিয়োগ না করাই মঙ্গলের।

কর্কটঃ পুরনো সম্পর্কগুলোকে আজকের দিনে বাঁচিয়ে তুলুন। শৈশবের স্মৃতি, মানসিক উত্তেজনা নিয়ে আসবে। ফেলে রাখা কাজ, ফাঁকা সময়ে করতে পারবেন। বাজি ধরলে, আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সিংহঃ আজকের দিনে সাফল্য আপনার হাতে মুঠোয় আসবে। শরীরকে প্রাধান্য দিয়ে, মদ্যপান থেকে দূরে থাকুন। কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, কাছের মানুষরা অপেক্ষা করছে। পরিবারের সদ্যসদের সঙ্গে সময় কাটালে, ভালো মেজাজ থাকবে।

rashifal

কন্যাঃ কর্মক্ষেত্রে আজ একটি বিশেষ দিন হতে চলেছে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য, বুদ্ধি প্রয়োগ করুন। একাকীত্ব এবং হতাশাকে মনে জায়গা দেবেন না। বাবা মায়ের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন।

তুলাঃ আজকের দিনে একটি বিশেষ মানুষের সঙ্গে দেখা হতে পারে। কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে, নিজেকে সময় দিতে ভুলে যাবেন। ব্যবসার ক্ষেত্রে অবহেলা, আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে।

বৃশ্চিকঃ অর্থ বিনিয়োগে লাভ হলেও, বন্ধুদের থেকে কিছু বাঁধা পাবেন। আর্থিক সমস্যার সমাধান হয়ে, অনেক অর্থের আগমন হবে। অতীতের ঘটনা, জীবনে লাভ এনে দেবে। যারা আপনার থেকে সাহায্য চাইছে, তাঁদের সাহায্য করুন।

ধনুঃ ফেলে রাখা ঘরের কাজ শেষ করতে, কিছুটা সময় নষ্ট হবে। হাসির মাধ্যমে অসুস্থতা থেকে নিরাময় করতে পারবেন। তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নিন। আর্থিক দিক থেকে আজকের দিনে এই রাশির ব্যক্তিরা শক্তিশালী থাকবেন।

মকরঃ এই রাশির ব্যক্তিদের আজকের দিনে কিছু শারীরিক সমস্যা হতে পারে। আজকের ফাঁকে কিছুটা আরাম করুন। বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না। অর্থ সঠিক খাতে বিনিয়োগ করুন।

কুম্ভঃ অর্থের বিষয়ে পরিকল্পনা করার আগে, সঠিক আলোচনা প্রয়োজন। প্রবল ইচ্ছাশক্তির দ্বারা, যেকোন কাজ অল্প সময়ের মধ্যে করতে পারবেন। কেউ আপনার সঙ্গে সময় কাটাতে চাইলেও, আপনার সময় না থাকায়, সে দুঃখ পাবে। আবেগের বশে সিদ্ধান্ত নেওয়ার আগে, মাথা ঠাণ্ডা রাখুন।

মীনঃ আত্মীয়র বাড়িতে ভ্রমণের ফলে, কিছুটা আনন্দ পাবেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। আজকের দিনে বন্ধুত্ব হারানোর সম্ভাবনা রয়েছে। বাড়ি থেকে ভালো মনে বেরোলেও, কিছু জিনিস হারিয়ে যাওয়ায়, মন খারাপ হয়ে যাবে।

Smita Hari

সম্পর্কিত খবর