আজকের রাশিফল ২৩ শে আগস্ট সোমবার ২০২১, এই তিন রাশির ভাগ্য খুলবে আজ

বাংলাহান্ট ডেস্কঃ জীবন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় জ্যোতিষীর দারস্থ হই। তবে যদি প্রতিদিন সকালে উঠে নিজের রাশি মিলিয়ে আজকের রাশিফল (ajker rashifal) দেখে নেওয়া যায়, তাহলেও সুন্দরভাবে চলতে পারে আপনার জীবন। বাঁধা থাকলে, এড়িয়ে চলুন। পাবেন সুন্দর দিনের উপহার।

মেষঃ দূরের আত্মীয়র থেকে খুশির খবর আসবে। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা আজকের দিনে কফি ত্যাগ করুন। অরর বিনিয়োগের আগে দেখে নিন। আজকের দিনে বন্ধু আর্থিক সাহায্য চাইতে পারে।

বৃষভঃ পরিবারকে সময় দিতে গিয়ে নিজেকেই সময় দিতে ভুলে গেলেও, নিজের জন্য একটু সময় বের করুন। সমস্যা সমাধান করতে গিয়ে, আপনি উত্তেজিত হয়ে পড়বেন। বুঝে শুনে আর্থিক খাতে বিনিয়োগ করুন। পুরনো বন্ধু আজকের দিনে অনেক সাহায্য করবে।

মিথুনঃ অযথা ঝামেলায় না পড়াই মঙ্গলের। বেশি আনন্দ সমস্যা ডেকে আনতে পারে, উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। আজকের দিন ইন্টারভিঊ দেওয়ার পক্ষে শুভ। অর্থ কোনদিকে ব্যয় হচ্ছে তা দেখা প্রয়োজন, নাহলে সমস্যায় পড়তে পারেন।

IMG 20210121 200331

কর্কটঃ কর্মক্ষেত্রে সবকিছু আজকের দিনে আপনার পক্ষে থাকবে। সঙ্গী আজকে আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। দীর্ঘদিনের সঞ্চিত অর্থ আজকে কাজে আসতে পারে। সঙ্গীর সঙ্গে কাজ ভাগ করে নিন।

সিংহঃ আপনার বন্ধুরা অযথাই আপনার ব্যক্তিগত জীবনে বেশি বেশি করে হস্তক্ষেপ করবে। কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবে, এমনকি বসও আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে কিছু সমস্যা হতে পারে।

কন্যাঃ পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান। কাজের ফাঁকে কিছুটা আরাম করতে পারবেন। দ্রুত অর্থ উপার্জনের পথ পাবেন। মানসিক শান্তি বজায় রাখতে দান ধ্যান করুন। নিজের মনকে সংযত রাখুন।

তুলাঃ ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। খাওয়ার সময় শরীরের দিকে নজর দিন। ভাই বোনদের সঙ্গে সিনেমা যেতে পারেন। পরিবারের সদস্যদের অভিযোগের সুযোগ না দিয়ে, তাঁদের সঙ্গে ভালো সময় কাটান।

বৃশ্চিকঃ কোন বিষয়ে দায়িত্ব নেওয়ার আগে, সেই বিষয়ে সবকিছু ভালো করে বুঝে নিন। বন্ধুর আচরণ আপনাকে সাময়িকভাবে কষ্ট দিতে পারে। কিছুটা সময় বের করে একা কাটান। আপনার খারাপ আচরণে পরিবারের সদস্যদের মন ভেঙে যাবে।

ধনুঃ রাতে কিছুটা সময় আপনি ছাদে হাঁটতে পারেন।বন্ধুর আচরণ আপনাকে সাময়িকভাবে কষ্ট দিতে পারে। চোখ কান খোলা রেখে সঠিক উপদেশ বেছে নিন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে মন ভালো থাকবে

মকরঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটবে আজ এই রাশির ব্যক্তিদের। বন্ধুর সমস্যায় কষ্ট পাবেন। আজকের দিনে বেশি শক্তি থাকার কারণে, যেকোন কাজ অল্প সময়েই সেরে ফেলতে পারবেন।

কুম্ভঃ ফাঁকা সময়ে নতুন কাজ করতে গিয়ে, গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যাবনে। প্রতিবেশি ঋণ চাইলে, তাঁকে না করে দিন। ফাঁকা সময়ে সিনেমা সিরিয়াল দেখেতে পারেন। স্ত্রীর ভালো মেজাজ আপনার জন্য সুখের হবে।

মীনঃ বাচ্চাদের প্রতি বেশি উদার মনোভাব সমস্যা ডেকে আনতে পারে। জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আপনি থাকবেন। সাধুর আশির্বাদ মনে শান্তি এনে দেবে। ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহিত জীবনের সেরা দিন কাটান।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর