আজকের রাশিফল ২৬ শে ডিসেম্বর রবিবার ২০২১, এই কাজ করবেন না, হবে মারাত্মক ক্ষতি

বাংলাহান্ট ডেস্কঃ মাথার উপর থেকে বিপদ কাটাতে অনেকেই নিজের রাশি মিলিয়ে দেখে নেয় আজকের রাশিফল (ajker rashifal)। আপনিও যদি আপনার রাশি মিলিয়ে আজকের রাশিফল দেখে নেন, তাহলে আসন্ন বিপদ সম্পর্কে আগে থাকতেই জানতে পারবেন, হতে পারবেন সচেতন।

মেষঃ দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। কথা দিয়ে না রাখতে পারলে, তেমন কথা দেবেন না। ট্যাক্স ফাঁকি দিলে সমস্যায় পড়তে পারেন। ভাইবোনদের আর্থিক ভাবে সাহায্য করতে গিয়ে, নিজেই সমস্যায় পড়বেন।

বৃষভঃ সন্ধ্যের দিকে আর্থিক উন্নতির যোগ রয়েছে। কোন বিষয়ে নিজের মতামত জানাতে দ্বিধা করবেন না। এমন কাজ করুন, যা আপনাকে ভালো বোধ করায়। সমস্যার সমাধান করতে, প্রাণ খুলে হাসির প্রয়োজন।

মিথুনঃ ফেলে রাখা কাজ করতে গিয়ে কিছুটা সমস্যা হতে পারে। সারাদিন ধরে ভালই অর্থ ব্যয় হবে। যে কোন স্থানে সফর লাভদায়ক এবং আনন্দদায়ক হবে। বিশেষ কোন সিদ্ধান্ত নিতে হবে আজকে।

rashifal

কর্কটঃ বাবা মায়ের শরীরের দিকে খেয়াল রাখুন। খুশির খবর পেতে পারেন আজকে। ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। আর্থিক সমস্যার সমাধান হয়ে, অনেক অর্থ পেতে পারেন আজ।

সিংহঃ কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে। আজকের দিনে সবকিছুই আপনার ইচ্ছানুসারে এগোবে। সকলের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন।

কন্যাঃ কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। জমি বাড়িতে বিনিয়োগ কিছুটা সমস্যার হতে পারে। ব্যবসার ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। বয়স্ক আত্মীয়ের থেকে আজকের দিনে আশীর্বাদ পেতে পারেন।

তুলাঃ আপনার ভদ্র ব্যবহার সকলের ভালো লাগবে। ঝামেলা শারীরিক অসুস্থতার কারণ হতে পারে, তা এড়িয়ে চলুন। নিজের সম্পত্তির দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে সাহায্য পাবেন।

বৃশ্চিকঃ টিভি দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাবেন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। আজকের দিনটি খুব চমৎকার কাটবে। সন্তানদেরকে ভালো শিক্ষা দিন।

ধনুঃ ছোটবেলার পুরনো জিনিস খুঁজে পেয়ে মন খারাপ হয়ে যাবে। ভালো জিনিসের দিকে আপনার মন টানবে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় কাটান। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে সবল থাকবেন।

মকরঃ পরিবারের সদস্যরা আপনার থেকে অনেক কিছু চাইতে পারে। বাসস্থানে বিনিয়োগ লাভজনক নাও হতে পারে। আজকের দিনে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে, ক্ষতির মুখে পড়তে পারেন আজ।

কুম্ভঃ ভালোবাসার মানুষদের উপহার দেওয়ার এবং তাঁদের থেকে উপহার নেওয়া দিন। আজকের দিন মজার দিন। ফাঁকা সময়ে টিভি দেখতে পারেন। দীর্ঘদিনের সঞ্চিত অর্থ আজকে কাজে লাগবে।

মীনঃ বেশি মানুষের মধ্যে থাকার থেকে একা কিছুটা সময় কাটাতে চাইবেন। আর্থিক লেনদেন ভালো ভাবে সামলাতে হবে। বেশি তেল মশলা যুক্ত খাবার না খাওয়াই মঙ্গলের। আজকের দিনে ছোটবেলার কাজ করতে ইচ্ছা করবে।

Smita Hari

সম্পর্কিত খবর