আজকের রাশিফল ২৭ শে মার্চ শনিবার ২০২১, দেখে নিন আপনার ভাগ্যফল

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাশিফল দেখে শুরু করুন আপনার নতুন দিন। আজকের রাশিফল (ajker rashifal) দেখে নিন, আর আগাম জেনে যান আপনার বাধা বিপত্তির সম্বন্ধে। আর সেইমতই এগিয়ে যান নিজের জীবনে। দেখে নিন আজকের দিনে আপনার জন্য কোন সারপ্রাইজটা অপেক্ষা করছে।

মেষঃ সমস্যার মাঝে সময় বের করে নিজের পছন্দের কাজ করুন। কাছের মানুষের সঙ্গে ঝামেলা কোর্ট পর্যন্ত যেতে পারে। অশান্তি ভুলে গিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর দিন কাটান। বন্ধু এবং আত্মীয়দের থেকে উপহার পাওয়ার দিন।

বৃষভঃ ফাঁকা সময়ে সকলের থেকে দূরে গিয়ে নির্জনে একা সময় কাটাতে পারেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। স্ত্রীর সঙ্গে সামান্য সমস্যা হলেও সন্ধ্যেয় তা মিটে যাবে। মায়ের সঙ্গে কথা বলায় ছোটবেলার স্মৃতি মনে পড়বে। কাছের মানুষদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাবেন।

মিথুনঃ কাছের মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকায় বন্ধুদের সঙ্গে খেলার পরিকল্পনা করুন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তুলুন। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হতে পারে।

কর্কটঃ ভালোবাসার মানুষের ভালোবাসার অনুভব করবেন। আর্থিক সমস্যা থেক মুক্তি পেতে পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে কথা বলুন। অন্যদের উপদেশে কান দেবেন না। বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে নিমন্ত্রণ জানাতে পারেন।

সিংহঃ আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থ পাবেন। বাচ্চাদের সঙ্গে সুন্দর সময় কাটবে। কোন কাজ পড়ে যাওয়ায় ভালোবাসার মানুষকে সময় দিতে পারবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন।

কন্যাঃ আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটাবেন। পরিবারের লোকেরা আপনার থেকে অনেক কিছু আশা করতে পারে। ভালোবাসার মানুষ আপনাকে আনন্দে রাখতে সবরকম চেষ্টা করবেন। বেশি ব্যয় এড়িয়ে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করুন।

তুলাঃ অবসর সময়ে বই পড়ে কাটাতে পারেন। আজকের দিনে আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন। সন্তানের শারীরিক সমস্যা আপনাকে ভাবিয়ে তুলবে। পূর্বে ঋণ দেওয়া অর্থ আজকে ফেরত পাবেন।

বৃশ্চিকঃ হটকারিতায় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নেবেন। আপনার মিষ্টি স্বভাবের কারণে অনেক খুশির মুহূর্ত তৈরি হবে। বিবাহিত জীবনের সেরা দিন হবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে বাবা মায়ের পরামর্শ নিন।

ধনুঃ শরীর চর্চার পর সময় পেলে ভালো কাজে লাগান। আজকের দিনে জমি বাড়িতে বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা। ভালোবাসার মানুষের সঙ্গে ঝামেলা অনেক দূর যেতে পারে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের সময় ড্রাইভিং সামলে করবেন।

মকরঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিরা তাদের ভাইয়ের সঙ্গে ঘুরতে যেতে পারেন। ধ্যান যোগ ব্যায়াম শরীরের পক্ষে উপকারী। মনোমালিন্যের কারণে পারিবারিক সম্পর্কে চির ধরতে পারে। অতীতে করা বিনিযোগ থেকে লাভদায়ী ফল পাবেন।

কুম্ভঃ অবসর সময় বেকার কাজে নষ্ট হবে। সফর আনন্দদায়ক হবে এবং আপনি খুশি থাকবেন। ভালোবাসার মানুষকে ভুল বোঝায় খারাপ লাগতে পারে। নিজের উদারতার সুযোগ নিতে দেবেন না আত্মীয়দের।

মীনঃ আজকের দিনে ভালোবাসার মানুষের ভালোবাসার অনুভব করবেন। ব্যক্তিগত সমস্যায় মানসিক শান্তি বিঘ্নিত হবে। কাজ থেকে বাড়ি ফিরে পছন্দের কাজ করে মানসিক শান্তি পাবেন। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগে ক্ষতি মুখে পড়বেন।

X