আজকের রাশিফল ২৮ শে মার্চ রবিবার ২০২১, দোলের সকালেই দেখে নিন কেমন কাটবে আপনার গোটা দিন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নিজের রাশিফলে আজকে কি রয়েছে, তা জানতে অনেকেরই ইচ্ছা করে। তাই দেখে নিন আজকের রাশিফল (ajker rashifal)। মোট ১২ টি রাশির ফলাফল এখানে দেওয়া রয়েছে। নিজের রাশির সঙ্গে মিলিয়ে দেখে নিন, আজকের দিন আপনার কেমন যাবে।

মেষঃ আজকের দিনে আবারও ভালোবাসার মানুষের প্রেমে পড়বেন। পরিবারের জন্য কিছু করার প্ল্যান করুন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যোগাযোগ হবে। আজকের দিন প্রেমের দিন।

বৃষভঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আজকের দিনে জমি এবং আর্থিক লেনদেন করতে পারেন। বিবাহিত জীবন সুন্দর হবে। কোন বিষয়ে মতামত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করে নেবেন।

মিথুনঃ সময় বের করে বাচ্চাদের সমস্যার সমাধান করুন। শরীরের দিকে খেয়াল দিন, শারীরিক অসুস্থতাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর দিন কাটাবেন। বাজি ধরা সংক্রান্ত খেলায় আর্থিক ক্ষতির সম্ভাবনা।

কর্কটঃ কাজের প্রয়োজনে যারা বাড়ি থেকে দূরে থাকেন, সন্ধ্যের সময় তাঁরা পার্কে যেতে পারেন। আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থ পাবেন। কাজের জায়গায় ভালো সময় কাটবে। আপনাকে সাহায্য করতে বন্ধুরা এগিয়ে আসবে।

সিংহঃ চেয়েও কাজ এসে যাওয়ায় ভালোবাসার মানুষকে সময় দিতে পারবেন না। শরীর চর্চায় নিযুক্ত থাকুন। আজ আধ্যাত্মিক গুরুর সঙ্গে দেখা হতে পারে। অকাজে বেশি খরচ না করাই ভালো।

কন্যাঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর দিন কাটাবেন। পরিচিতদের মাধ্যমে উপার্জনের নতুন পথ পাবেন। কাজের প্রয়োজনে যারা বাড়ি থেকে দূরে থাকেন, সন্ধ্যের সময় তাঁরা পার্কে যেতে পারেন। বন্ধু এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাবেন।

তুলাঃ পরিবারের কারো শারীরিক অসুস্থতার কারণে পূর্বে করা ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যাবে। কাজের ব্যস্ততার মধ্যে শরীর ভালো থাকবে। ফাঁকা সময়ে টিভি দেখতে পারেন। সন্দেহজনক খাতে বিনিয়োগ না করাই ভালো।

বৃশ্চিকঃ আপনার ইচ্ছা মত বাচ্চারা না চললে দুঃখিত হবেন। আপনার মিষ্টি এবং ভদ্র ব্যবহারের প্রশংসা করবে সবাই। নিজের জন্য একটু সময় বের করে নিজের মত কাটান। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবনে আজকে।

ধনুঃ শরীর সুস্থ থাকবে। বিপদের দিনে ধৈর্য্য ধরতে হয়। ব্যবসায়ীদের ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। অফিস থেকে ফেরার সময় সাবধানে গাড়ি চালাবেন। পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান।

মকরঃ আজকের দিনে পরিবারের সকলকে একসঙ্গে নিমন্ত্রণ করুন। নিজেকে শান্ত রাখার কাজে নিযুক্ত থাকুন। দিনের শেষে কটু সময় বের করে কাছের মানুষের সঙ্গে দেখা করে আসুন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কেনাকাটা সেরে ফেলুন।

কুম্ভঃ চারপাশের মানুষের আচরণে আবারও ভালোবাসার মানুষের প্রেমে পড়বেন। গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করার সময় নার্ভাস হবেন না। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন। গহনায় বিনিয়োগ লাভদায়ী ফল আনবে।

মীনঃ ভালোবাসার মানুষের বিরুদ্ধে কথা বললেন না। সামাজিক কাজে যুক্ত হোন। আজকের দিনে এমন কাজ করুন, যা ইতিবাচক বার্তা দেয়। বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।

সম্পর্কিত খবর

X