বাংলা হান্ট ডেস্ক : মুকুল রায় শুক্রবার বিভিন্ন কর্মসূচির কারণে এড়িয়ে গিয়েছিলেন। ফলে সি বি আই শনিবার মুকুল রায়কে ফের দ্বিতীয় নোটিস পাঠিয়ে তলব করেছে । আজ দুপুর আড়াইটের পর নিজাম প্যালেসে সিবিআই দফতরে যেতে পারেন মুকুল রায়। বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা শুক্রবার রাজ্যে এসেছেন। বিমানবন্দরে তাঁকে আনতে যান মুকুল। ফলে এদিন তিনি যেতে পারবেন না বলেই জানিয়েছিলেন। শনিবার মহালয়া। বাগবাজার ঘাটে আজ বিজেপির তর্পণ কর্মসূচি রয়েছে। সেখানে রাজ্যে খুন হওয়া বিজেপি কর্মীদের উদ্দেশ্য তর্পণ করবেন নাড্ডা। মুকুল সেই অনুষ্ঠানে থাকবেন । তিনি আজ বিকেল আড়াইটে নাগাদ তিনি সিবিআই দফতরে যেতে পারেন বলে সূত্রের খবর।নারদাকাণ্ডে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করেছে সিবিআই। মির্জাকে ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিতে দেখা গিয়েছে নারদ ভিডিও টেপ এ।পাশাপাশি অন্য একটি ভিডিও ক্লিপিংসে দেখা যাচ্ছে, ব্যবসায়ী সেজে আসা নারদকর্তাকে মির্জার কাছে পাঠাচ্ছেন মুকুল রায়।এ ব্যাপারে সাফাই দিয়েছেন মুকুল রায়। তিনি জানিয়েছেন, আমি সেই সময় নির্বাচনে দাঁড়ায়নি। অনেক ছবি প্রতিটা টিভি দেখিয়েছে কোথাও আমাকে কেউ দেখাতে পারেনি। আমি টাকা নিইনি। ওরা ব্যবসার জন্য এসেছিলেন। আমি তখন মির্জার সঙ্গে দেখা করতে বলি। কোনও টাকা লেনদেনের কথা বলিনি।
সূত্রের খবর, সি বি আই আইপিএস মির্জার মুখোমুখি বসিয়ে মুকুলকে জেরা করতে চায়। আর তার সঙ্গে চালানো হবে নারদের স্টিং ভিডিয়ো। নারদের একটি অংশে কোটি টাকার লেনদেনের প্রসঙ্গ রয়েছে। ওই অংশটি চালিয়েই জিজ্ঞাসাবাদ করতে চায় সি বি আই।