দলের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটারকে বাদ দিয়ে হায়দ্রাবাদের বিরুদ্ধে এই একাদশ নামাচ্ছে চেন্নাই

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন শক্তিশালী চেন্নাই সুপার কিংস অপরদিকে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন অপেক্ষাকৃত দুর্বল সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে পরপর চারটি ম্যাচ জিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ধোনির চেন্নাই অপরদিকে পরপর ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ।

এই মরশুমে পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ওপেনিং জুটি ফ্যাফ ডুপ্লেসি এবং ঋতুরাজ গায়কোয়ার্ড দুরন্ত ছন্দে রয়েছে। এছাড়াও ব্যাট অনবরত ভালো পারফরম্যান্স করছেন চেন্নাইয়ের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং মইন আলি। তবে দিল্লির স্পিন সহায়ক পিচে নিজেদের বোলিং শক্তি বৃদ্ধি করতে মইন আলির পরিবর্তে দলে আসতে চলেছেন ইমরান তাহির।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে চেন্নাই এর সম্ভাব্য প্রথম একাদশ:-

ফ্যাফ ডুপ্লেসি, ঋতুরাজ গায়কোয়ার্ড, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কারণ, ডিজে ব্রাভো, শার্দুল ঠাকুর,  দীপক চাহার, ইমরান তাহির।

সম্পর্কিত খবর

X