আজ ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি ইন্টার মিলান-সেভিয়া; কখন? কোথায় Live দেখবেন?

বাংলাহান্ট ডেস্কঃ আজ ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইতালির ইন্টার মিলান ও স্প্যানিশ সেভিয়া। একদিকে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান অপরদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়া। ইন্টার মিলান শেষবার ইউরোপা লীগ জিতেছিল 1998 সালে। তবে 2010 সালে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে নেয় ইতালির এই দলটি।

দশ বছর পর ইন্টার মিলানের সামনে ফের ইউরোপীয় ট্রফি জেতার সুবর্ণ সুযোগ। সেমি ফাইনালে শাকতারকে 5-0 গোলে হারিয়েছে ইন্টার মিলান। এই মুহূর্তে ইন্টার মিলানেই দুই ফুটবলার মার্টিনেজ এবং রোমেলু লুকাকু রয়েছেন দুর্দান্ত ছন্দে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ফের একবার ইউরোপা লিগ জয়ের স্বপ্ন দেখছে ইন্টার মিলান। অপরদিকে সেভিয়া আবার পাঁচবারের চ্যাম্পিয়ন।

IMG 20200821 185227

সেভিয়া সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দল কে হারিয়েছে। আর তাই ষষ্ঠবার লিগ জয়ের স্বাদ পেতে মরিয়া স্পেনের এই ক্লাবটি। আজ ভারতীয় সময় রাত্রি 12:30 মিনিটে জার্মানির কোলোনে হতে চলেছে এই ফাইনাল ম্যাচটি।


Udayan Biswas

সম্পর্কিত খবর