বাংলা হান্ট ডেস্ক: করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। প্রত্যেকটি ব্যবসায় চলছে মন্দা। শেয়ার বাজারে ওঠানামা চলার ফলে সোনা ও রুপোর দাম কোনও দিন বাড়ছে, আবার কোন দিন কমছে। যে সোনার দাম ৪৫ হাজারের উপরে চলে গিয়েছিল সেই দাম নেমে এসেছে ৪০ হাজারের নিচে।
গত ছয় দিনে সোনার দাম কমেছে সাড়ে ৫ হাজার টাকারও বেশি। আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩৮৭৫৫ টাকা । এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮০০ টাকা কমেছে। ২২ ক্যারেটের সোনার দাম কমার পাশাপাশি দাম কমেছে ২৪ ক্যারেট সোনারও।আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৪০৭৬০ টাকা।
শুধু সোনার নয়, করোনার জেরে শোনার পাশাপাশি দাম কমেছে রূপোরও। গত ছয় দিনে রুপোর দাম প্রায় ১০ হাজার টাকার বেশি কমেছে। আজ প্রতি কেজি রুপোর দাম ৩৪৫০০ টাকা।
এই করোনার জের যতদিন থাকবে ততদিন এমন ভাবেই সোনা ও রুপোর দাম ওঠানামা করবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। করোনা ভাইরাসের ফলেই সোনা ও রুপোর দামে এমন পতন হয়েছে বলে মনে করছে ব্যবসায়ী মহল।