বাংলাহান্ট ডেস্ক : বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ল সোনার দাম (Gold Price)। বৃহস্পতিবার ২২ ক্যারেটের সোনার দর পেরোলো ৮০০০০ টাকার গণ্ডি। ২৪ ক্যারেটের সোনার দাম ছাড়িয়েছে ৮৮০০০ টাকার গণ্ডি। সবমিলিয়ে বিয়ের মরশুমে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের। আজ দেশের কোন শহরে কত টাকায় সোনা বিকোচ্ছে তার এক ঝলক দেখে নিন এই প্রতিবেদনে।
দেশের নানান প্রান্তে আজ সোনার দাম (Gold Price)
আজ বৃহস্পতিবার কলকাতায় (Kolkata) ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৮০,৭০০ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা আজ বিক্রি হচ্ছে ৮৮,০৪০ টাকায়। রাজধানী দিল্লিতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার মূল্য ৮০,৮৫০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৮৮,১৯০ টাকায়। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম মুম্বাইতে ৮০,৭০০ টাকা।
আরোও পড়ুন : ‘বিরক্তিকর’! হাইকোর্টের বিচারপতিদের জন্য বড় খবর! এবার কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট
২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা (Gold) কিনতে মুম্বাইবাসীকে খরচ করতে হচ্ছে ৮৮,০৪০ টাকা। গুজরাটের আহমেদাবাদে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৮০,৭৫০ টাকা, ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম পড়ছে ৮৮,০৯০ টাকা। পুনে শহরে আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৮০,৭০০ টাকা, ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার মূল্য ৮৮,০৪০ টাকা।
আরোও পড়ুন : অযৌক্তিক, বিরক্তিকর! বকেয়া মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা, রাজ্যকে ১০ লক্ষ টাকার জরিমানা
আজ ২০ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা লখনৌতে বিক্রি হচ্ছে ৮০,৮৫০ টাকায়, ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা কিনতে লখনৌবাসীকে খরচ করতে হচ্ছে ৮৮,১৯০ টাকা। দক্ষিণের শহর বেঙ্গালুরুতে আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ৮০,৭০০ টাকা ও ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৮৮,০৪০ টাকা।
বিহারের পাটনায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ পড়ছে ৮০,৭৫০ টাকা। পাটনা শহরে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিকোচ্ছে ৮৮,০৯০ টাকায়। হায়দ্রাবাদে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার মূল্য ৮০,৭০০ টাকা। আজ হায়দ্রাবাদে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা কিনতে খরচ করতে হচ্ছে ৮৮,০৪০ টাকা।