বাংলা হান্ট ডেস্ক: বর্তমান ক্রিকেটপ্রেমীদের কাছে টি নটরাজন একটি অত্যন্ত পরিচিত নাম। ভারতের নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হলেন নটরাজন। এমনকি, এখন তাঁকে ভারতের “ইয়র্কার কিং”-ও বলা হয়। তবে, বর্তমানে আকাশছোঁয়া খ্যাতি পেলেও তাঁর প্রথমজীবন কেটেছে যথেষ্ট কষ্টে।
আর্থিক অবস্থা ভালো না থাকায় মায়ের সাথে রাস্তায় মুরগিও বিক্রি করতে হয়েছে এই তারকা খেলোয়াড়কে। এদিকে, ২০২০ সালের আইপিএল শেষ হওয়ার পরে, ভারতের এই উঠতি তারকার আলোচনা কেবল দেশে নয়, বরং সারা বিশ্বে শুরু হয়েছিল। অথচ একটা সময়ে ক্রিকেটের বল কেনার টাকাও ছিল না তাঁর কাছে। নটরাজনের পুরো নাম হল থাঙ্গারাসু নটরাজন। বর্তমানে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।
টি নটরাজন ১৯৯১ সালের ৪ এপ্রিল তামিলনাড়ুর সালেমের একটি ছোট গ্রাম চিন্নাপ্পাট্টিতে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই আর্থিক অনটনের মধ্যে বড় হতে হয় তাঁকে। তা সত্বেও কোনোমতে নিজের খেলা চালিয়ে যান তিনি। কখনও কখনও একবেলা খেয়েও কাটাতে হয়েছে তাঁকে।
এদিকে, তিনি যখন টেনিস বল নিয়ে ক্রিকেট খেলা শুরু করেন, তখন তাঁর বোলিং অ্যাকশন নিয়ে নানান প্রশ্ন ওঠে। এরপরে কয়েকদিন খেলা বন্ধ হয়ে গেলেও হাল ছাড়েননি তিনি। বরং, দাঁতে দাঁত চিপে লড়াই করে ফের নতুন উদ্যমে মাঠে ফিরে আসেন নটরাজন। এমনকি, এক ওভারে ৬ টি ইয়র্কার ছুড়ে সবাইকে চমকে দিতেও সক্ষম হন তিনি। স্বাভাবিকভাবেই, তাঁর এই প্রত্যাবর্তনে অবাক হয়েছেন সবাই। যদিও, আর্থিক ভাবে দুর্বল থাকার কারণে প্রায়ই সমস্যায় পড়তে হত তাঁকে।
নটরাজনের কোচ এ. জয়প্রকাশের নজরে পড়ার পরই তাঁর জীবন বদলে যায়। জয়প্রকাশ তাঁকে সঠিক ভাবে লক্ষ্য স্থির করে হাঁটতে প্রভূত সাহায্য করেন। ২০১১ সালে তামিলনাড়ু থেকে প্রথম সুযোগ পান নটরাজন। তাঁর অনবদ্য পারফরম্যান্স তাঁকে খুব সহজেই রঞ্জি ট্রফিতে জায়গা করে দেয়। ২০১৫ সালের ৫ জানুয়ারি তামিলনাড়ুর হয়ে প্রথম রঞ্জি ট্রফির ম্যাচ খেলেন তিনি। এরপর ২০১৭ সালে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব তাঁকে ৩ কোটি টাকায় কিনে নেয়। কিন্তু ছয়টি ম্যাচে তিনি পান মাত্র ২ উইকেট। পরে তিনি চোটও পেয়ে যান।
এদিকে,খারাপ পারফরম্যান্সের কারণে আইপিএলে তাঁর দাম ৩ কোটি টাকা থেকে কমে ৪০ লক্ষ টাকায় নেমে আসে। এই দামে তাঁকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং তারপর থেকেই তৈরি হয়ে যায় নতুন সাফল্যের কাহিনি। প্রথম টাকা পেয়ে নটরাজন থাকার জন্য একটি বাড়ি তৈরি করেন। পাশাপাশি গ্রামে শিশুদের জন্য একটি ক্রিকেট একাডেমিও চালু করেন তিনি।
টি নটরাজন ২০২০-র আইপিএলে এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তি ব্যাটসম্যানকেও আউট করে দেন। আইপিএলের পর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে জায়গা পান তিনি। সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নটরাজন। বরুণ চক্রবর্তীর চোটের কারণে তাঁকে দলে জায়গা দেওয়া হয় এবং তিনি এই সুযোগের সদ্ব্যবহারও করেন।