পশ্চিমবঙ্গে CBI অনুমতি নিয়ে শুনানি! সুপ্রিম কোর্টে আজ কেন্দ্র বনাম মমতা সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সিবিআই (CBI) বনাম রাজ্য সরকার (West Bengal Government)। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের লাগামছাড়া অনুমতি বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করেছে মমতা সরকার। তবে তার পরও রাজ্যের অনুমতি ছাড়াই আদালতের নির্দেশ মত তদন্তের ক্ষেত্রে সিবিআই বিভিন্ন মামলায় এফআইআর (FIR) দায়ের করে। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরোধীতা করে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য। আজ বহুদিন পর সেই মামলার শুনানি।

প্রসঙ্গত, আজ থেকে দুবছর আগে ২০২১-এ বিধানসভা ভোটের পর ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই ঢালাও এফআইআর করে। এর বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে যায় মমতা সরকার। সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্র-রাজ্য সংঘাতে ‘অরিজিনাল সিভিল স্যুট’ দায়ের হয় সেই সময়।

দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট আইনে কোনও এফআইআর করার আগে সিবিআইকে রাজ্যের অনুমতি নিতে হবে। এই যুক্তি দেখায় রাজ্য। তবে সেই থেকে এখনও পর্যন্ত এই মামলার শুনানি হয়নি। মোট ২০ বার কেন্দ্র বনাম রাজ্যের এই মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হলেও শেষমেষ শুনানি হয়নি। প্রতিবার শুনানি পিছিয়ে যায়।

আরও পড়ুন: সরকারি পুকুর নিয়ে দারুন পদক্ষেপ মমতার, হুড়মুড়িয়ে বাড়বে বাংলার আয়, বাড়বে কর্মসংস্থানও

এদিনও কেন্দ্রের সলিসিটর জেনারেল শুনানি পেছানোর জন্য আদালতে আবেদন জানায়। নিজের ব্যস্ততার কথা জানিয়ে তিনি শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি করেন। ‘‘এটি এমন কোনও জরুরি মামলা নয়” বলেও মন্তব্য করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল। ওদিকে এর তীব্র বিরোধিতা করেন রাজ্যের আইনজীবীরা।

img thvli supreme court 2 1 7ia6l7u0

পাশাপাশি বিচারপতি বি আর গাভাইও, শুনানি পেছনোর আর্জি প্রত্যাহার করেন। এরপর সলিসিটর জেনারেল বলেন তাদের তরফে মামলা নিয়ে প্রাথমিক কিছু আপত্তি রয়েছে। সব শেষে আজ বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আজই এই মামলার শুনানি হবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X