বাংলা হান্ট ডেস্কঃ আজকে ক্রিকেটের বাইশগজে দেখা যাবে দুই কিংবদন্তি লড়াই। একদিকে কিংবদন্তি ভারতীয় স্পিনার অনিল কুম্বলে অপরদিকে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিং। রিকি পন্টিং এই মরশুমে দিল্লি ক্যাপিটাল দলের হেড কোচ অপরদিকে অনিল কুম্বলে এই মরশুমের একমাত্র ভারতীয় কোচ যিনি কোচিং করাচ্ছেন কিংস ইলেভেন পাঞ্জাব দলের।
দু’জনেই খেলা ছেড়েছেন দীর্ঘদিন হয়ে গেল। ফের 22 গজে দেখা যাবে এই দুই চাণক্যের মগজাস্ত্রে লড়াই। তবে এবার কেউই মাঠে নেমে লড়াই করবেন না, দুজনই থাকবেন ক্রিকেটের ডাগআউটে। একজনকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালস এর কোচের ভূমিকায় অপরজনকে দেখা যাবে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের ভূমিকায়। এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচের ভূমিকায় রয়েছেন রিকি পন্টিং অপরদিকে ভারতীয় দল থেকে সরে যাওয়ার পর এবার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব এর কোচের ভূমিকায় দেখা যাবে অনিল কুম্বলেকে। অনিল কুম্বলেই একমাত্র ভারতীয় কোচ যিনি এবার আইপিএলে কোচিং করাচ্ছেন।
দুই দলের তুলনা করলে দেখা যাবে এই মরশুমে দুই দলের রয়েছে শক্তিশালী টি-টোয়েন্টি ব্যাটিং। পাঞ্জাবে যেমন রয়েছেন কে এল রাহুল, ক্রিস গেইল, ম্যাক্সওয়েলের মতো তারকা টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যানরা। অপরদিকে দিল্লি ক্যাপিটালসে রয়েছে শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থের মত বিধ্বংসী টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যানরা। অপরদিকে দুই দলের বোলিং শক্তিও বেশ মজবুত। পাঞ্জাবের বোলিং বিভাগে রয়েছেন ভারতীয় পেসার মহম্মদ সামি, ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পেশার শেলডন কোট্রেল, অপরদিকে দিল্লির বোলিং বিভাগে রয়েছেন কাগিসো রাবাডা, রবি অশ্বিন, ইশান্ত শর্মার মত দুর্দান্ত বোলাররা।