রাহুলের পরিবর্তে ঈশান? নাকি অপরিবর্তিত দল? দেখে নিন আজ ভারতের সম্ভাব্য একাদশ

বাংলা হান্ট ডেস্কঃ আজ টিটোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নামছে ভারত এবং ইংল্যান্ড (India vs england 5th t20 match)। চার ম্যাচ শেষে সিরিজের বর্তমান অবস্থা 2-2। দুই দেশই দুটি করে ম্যাচ জিতেছে। তাই আজকের ম্যাচ কার্যত সিরিজের ফাইনাল ম্যাচ হতে চলেছে। আজকের লড়াই যে বেশ কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কাদের নিয়ে তৈরি হবে ভারতের প্রথম একাদশ সেই নিয়েই চলছে জোর আলোচনা।

সিরিজের চারটি ম্যাচ হয়ে গেলেও এখনও পর্যন্ত ভারতের ওপেনিং জুটি তৈরি হয়নি। প্রত্যেক ম্যাচেই ব্যর্থ ভারতের ওপেনাররা। ব্যাট হাতে এখনও ফর্মে ফেরেনি ওপেনার কে এল রাহুল। দুই ম্যাচ বিশ্রাম নিয়ে দলে ফিরলেও ব্যাট হাতে ছন্দে নেই ভারত ওপেনার রোহিত শর্মা। তাই আজকের ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে ঈশান কিষানকে।

1616156641 1

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
কে এল রাহুল/ ঈশান কিষান, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, ওয়াসিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার।

Udayan Biswas

সম্পর্কিত খবর