বাংলা হান্ট ডেস্কঃ আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা। ইতিমধ্যেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে নিয়েছে ভারত। আজকের ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে ভারতীয় তরুণ ব্রিগেড।
ইতিমধ্যে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে শ্রীলঙ্কা সফরের দুই ক্রিকেটার পৃথ্বী শ এবং সূর্য কুমার যাদব টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে। ইংল্যান্ডে ভারতীয় দলে বেশ কিছু চোট সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই এই দুজনকে দ্রুত ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
🚨 NEWS 🚨: Injury & replacement updates – India’s Tour of England, 2021
More Details 👇 #ENGvIND
— BCCI (@BCCI) July 26, 2021
যেহেতু এই দুই ক্রিকেটার ইংল্যান্ড সফরে যাবে তাই মনে করা হচ্ছে আজকের ম্যাচে এই দুই ক্রিকেটারকে বিশ্রাম দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ ইংল্যান্ডে রয়েছে দীর্ঘদিনের টেস্ট সিরিজ। এই দুজনকে বিশ্রাম দিয়ে আজ ভারতীয় দলে অভিষেক ঘটতে চলেছে দুই তরুণ ক্রিকেটার দেবদত্ত পাডিক্কেল এবং ঋতুরাজ গায়কোয়াডের।
🚨 NEWS 🚨: Injury & replacement updates – India’s Tour of England, 2021
More Details 👇 #ENGvIND
— BCCI (@BCCI) July 26, 2021
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ:-
দেবদত্ত পাডিক্কেল, শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী।
🚨 NEWS 🚨: Injury & replacement updates – India’s Tour of England, 2021
More Details 👇 #ENGvIND
— BCCI (@BCCI) July 26, 2021