আজ প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষ শ্রদ্ধা।

 

 

বাংলা হান্ট ডেস্ক: গত ২৪ অগস্ট, দুপুর ১২টা ০৭ মিনিট নাগাদ  প্রাক্তন অর্থমন্ত্রী, সাংসদ অরুণ জেটলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৯ অগস্ট শ্বাসকষ্টের সমস্যাজনিত কারণে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।শনিবার বিকেলেই এইমস থেকে তাঁর জেটলির দেহ তাঁর কৈলাশ কলোনির বাসভবনে নিয়ে যাওয়া হয়।আজ, রবিবার নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

IMG 20190825 104241

আজ  সকাল ১০টা নাগাদ তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। সেখানে তাঁর দেহ দুপুর ২টো পর্যন্ত শায়িত থাকবে। সেখানে  তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন দেশের বিভিন্ন নেতা মন্ত্রীরা। এরপর দুপুর ২টোর পর তাঁর জেটলির দেহ বিজেপির সদর দফতর থেকে নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে। সেখানেই বিকেল ৪টে নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে অরুণ জেটলির।

 

কিডনি প্রতিস্থাপনের পর থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শরীর ক্রমশ ভেঙে পড়েছিল। তার এই প্রয়ানে শোকস্তব্ধ রাজনৈতিক সহ অন্যান্য মহল।


সম্পর্কিত খবর