বাংলা হান্ট ডেস্ক : সোমবার হঠাত্ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা ভোটের শুরু থেকে এক প্রকার দুই নেতৃত্বের মধ্যে স্নায়ুযুদ্ধ বর্তমান ছিল৷ এমনকি মাত্র কয়েক দিন আগেও মোদী তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রীকে যদিও মোদীকে তির বিদ্ধ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ লোকসভা ভোটের প্রচারকে কেন্দ্র করে একে অপরকে লক্ষ্য করে আক্রমণ শানিয়েছিলেন৷ এমনকি সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ বাক্য পাঠের অনুষ্ঠানেও যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে রাজ্যেই ছিলেন তিনি, এমনকি নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছিলেন
অবশেষে বুধবার দীর্ঘ বাগযুদ্ধের পর প্রথম বার সাক্ষাত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ বুধবার বিকেল সাড়ে চারটের সময় বৈঠক হওয়ার কথা কিন্তু তার আগে মঙ্গলবার দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে এই বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে? এই নিয়ে জোর জল্পনা৷ শোনা গিয়েছে রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া এবং আর্থিক প্রকল্পের অনুদান নিয়ে আলোচনা করার কথা বলা হলেও জানা গিয়েছে মোদী সরকারের নীতির জেরে রাজ্যের ওপর হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত আর্থিক চাপ বেড়েছে৷ এমনকী মোদী সরকারের আমলেই আঠারোটি প্রকল্পের অনুদান কমিয়ে দিয়েছে, যা নিয়ে রাজ্যে ব্যাপক আর্থিক চাপের প্রভাব পড়েছে তার উপরে আবার কিছু দিনের মধ্যেই ষষ্ঠ বেতন কমিশন চালু করতে চলেছে রাজ্য সরকার৷
তাই এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক অনুদান চেয়েছে রাজ্য সরকার, এবার সে ই বিষয় আর্থিক অনুদান চাইবে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই সূত্রের খবর৷ যদিও বিরোধীরা এই বৈঠকের নেপথ্যে সিবিআইয়ের রাজীব কুমারের গ্রেফতারি নিয়ে সক্রিয়তার প্রসঙ্গ তুলেছেন৷ রাজীব কুমারের গ্রেফতারির তত্পরতার জন্যই নাকি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উত্সাহ দেখাচ্ছেন৷ তবে বিষয় যাই হোক বৈঠকে আদৌ কী আলোচনা হতে চলেছে তা বলবে আজ বিকেলের বৈঠক৷