বাংলাহান্ট ডেস্কঃ শাখের আওয়াজ, কাসরের শব্দ, ঢাকের কাঠি সব কিছু মিলিয়ে আজ দূর্গা ষষ্ঠী (Durga Shasthi)। বাঙালীর মনে পুজো পুজো গন্ধের ছোঁয়া লেগে গিয়েছে। মহালয়ার পরই কৈলাশ থেকে মায়ের মর্তে আগমনের তোরজোড় শুরু হয়ে যায়। মা মর্তে আসার প্রথম দিন অর্থাৎ নবরাত্রির ষষ্ঠ দিনেই শুরু হয় দূর্গা ষষ্ঠী।
দূর্গা ষষ্ঠীর তিথি- ২০২১ সালে বাংলা ২৩ শে আশ্বিন এবং ইংরেজি ১০ ই অক্টোবর রবিবার রাত ২ টো বেজে ১৬ মিনিটে শুরু হচ্ছে ষষ্ঠী তিথি। আর তিথি থাকছে বাংলা ২৪ শে আশ্বিন এবং ইংরেজি ১১ ই অক্টোবর সোমবার রাত ১১ টা বেজে ৫১ মিনিট পর্যন্ত।
দূর্গা ষষ্ঠীর পরই মায়ের বোধন প্রক্রিয়া শুরু হয়। মায়ের সকল ভক্তরা তাদের পরিবারের মঙ্গল কামনায় এই দিন উপবাস করে মায়ের পুজোর অঞ্জলি দেয়। এইদিনে আবার বিশেষত সন্তানদের মঙ্গল কামনায় ষষ্ঠী পুজোও করা হয়ে থাকে। প্রতিমাসে একটি করে ষষ্ঠী থাকলেও, নীল ষষ্ঠীর ন্যায় এই দিনটিকেও অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়।
বাঙালীর কাছে পুজো মানেই নতুন জামা, নতুন শাড়ি। নিজেকে নতুন রঙে রাঙিয়ে সেজে ওঠে বাঙালীর মন। পুজোর এই কটা দিন পাড়ায় পাড়ায়, পুজো মন্ডপে মানুষের ঢেউ দেখা যায়। মায়ের দর্শন করার জন্য ভক্তরা দূর দুরান্ত থেকে এসে ভিড় জমায়।
মাকে দেখার পাশাপাশি পুজো প্রেম, খাওয়া দাওয়া, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, বিরিয়ানি সব কিছুতেই মিশে যায় সকলেই। জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল মানুষের থাকে অবাধ আনাগোনা। আর এভাবেই দূর্গা পুজো হয়ে ওঠে সার্বজনীন দূর্গা পুজো।