আজ ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারত, নজরে থাকবেন বুমরাহ-ধাওয়ান।

ভারত বনাম শ্রীলঙ্কার টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল হয়েছিল। গুয়াহাটিতে এই সিরিজের প্রথম টিটোয়েন্টি ম্যাচ ছিল। কিন্তু প্রবল বৃষ্টির ফলে সেই দিন পিচের ভিতর জল ঢুকে যায় আর সেই কারণেই ভেস্তে যায় ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টিটোয়েন্টি ম্যাচ। আজ ইন্দোরের সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় দ্বিতীয় ম্যাচটি দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এই বছরেই রয়েছে টিটোয়েন্টি বিশ্বকাপ। আর সেই কথা মাথায় রেখে দুই দলই আজ কিছুটা পরীক্ষা নিরীক্ষার দিকে হাঁটতে পারে। অপরদিকে এই সিরিজে বিশ্রামে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহঅধিনায়ক রোহিত শর্মা। চোট সরিয়ে দলে ফিরেছেন শিখর ধাওয়ান তাই এই সিরিজে ভালো পারফরম্যান্সে করে টিটোয়েন্টি বিশ্বকাপে নিজের ওপেনিং পজিশন ধরে রাখার লড়াই করবেন তিনি। এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ানকে। মূলত এই দুজনের মধ্যেই লড়াই বিশ্বকাপে রোহিত শর্মার সাথে কে ওপেনিং করবে এই নিয়ে।

jasprit bumrah 1578060051

অপরদিকে চোট সরিয়ে দলে ফিরেছেন জাসস্প্রীত বুমরাহ। তাই এই সিরিজে সকলের নজর থাকবে বুমরাহর উপর। টিম ম্যানেজমেন্ট সূত্রে আভাস পাওয়া গিয়েছে এই ম্যাচেও গুয়াহাটির দলই অপরিবর্তিত থাকবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর