কয়েক ঘন্টা পর আইপিএলের নিলাম! তার আগে জেনে নিই কলকাতা নাইট রাইডার্সের খুঁটিনাটি খবর, কোন ক্রিকেটারকে দলে নিতে চলেছে কেকেআর।

আর কয়েক ঘন্টা পরে কলকাতায় বসতে চলেছে 2020 আইপিএলের নিলাম। এই নিলামেই কার্যত প্রত্যেক দলের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। নিলামের মাধ্যমে বেশিরভাগ দল অর্ধেক ম্যাচ জিতে নেয় কারণ যে দল যত ভালো ভাবে ক্রিকেটার কিনতে পারবে আইপিএলে তাদের পারফরম্যান্স ততটাই ভালো হবে। নিলামের আগে প্রত্যেক দলই ভালো ভাবে নিজেদের হোমওয়ার্ক করেই আজ নিলামের ময়দানে নামছে। পিছিয়ে নেই আমাদের বাংলার আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। অন্যান্য দলের মতই নিজেদের হোমওয়ার্ক সেরে ফেলেছেন কলকাতা নাইট রাইডার্স।

নিলামের আগে ট্রেড উইন্ডো ব্যবহার করে গতবারের দল থেকে 11 জন ক্রিকেটারকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তাদের মধ্যে রয়েছেন গত আইপিএলে সবথেকে বেশি দাম দিয়ে কেনা ক্রিকেটার ক্রিস লিন। এছাড়াও রয়েছেন কলকাতা দীর্ঘ দিনের সঙ্গী রবিন উথাপ্পা এবং পীযূষ চাওলা। এছাড়াও বেশ কয়েক জন ক্রিকেটার কে রিলিজ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

গতবারের দল থেকে কেকেআর বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার কে নিজেদের দলে রেখে দিয়েছেন তারা হলেন দীনেশ কার্তিক, শুভমান গিল, কমলেশ নাগারকোটি, শিবম মাভি, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র এছাড়া বিদেশিদের মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লোকি ফার্গুসেন, হ্যারি গারনি।

38370017db5bfbb5e0591cf78853558d8182e70f

আর এবারে নিলামের জন্য কলকাতার হাতে অবশিষ্ট রয়েছে 35.65 কোটি টাকা। আর এই টাকা নিয়ে এবার নিলামে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। একনজরে দেখে নেওয়া যাক এবার কলকাতা নাইট রাইডার্স কোন কোন খেলোয়াড়দের নেওয়ার পেছনে বাজি লাগাতে চলেছে।
ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্স, লিন্ডন সিমন্স, ক্রিস লিন, রাহুল ত্রিপাঠি, ক্রিস মরিস, জেমস নিশান, জেসন রয় এছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর